চোখের তলার কালো দাগ বাড়িতে সহজেই মুছে ফেলা সম্ভব, রইল কয়েকটি উপায়
চোখের তলায় কালো দাগ মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। এ এমন দাগ যা সকলের নজরে পড়ে। এ থেকে মুক্তির উপায় কিন্তু বাড়িতেই রয়েছে।
চোখের তলায় কালো দাগ মুখের সৌন্দর্য নষ্ট করে দেয়। যা মানুষের মনের ওপর চাপ ফেলে। তাঁর মধ্যে একটা মানসিক সমস্যা তৈরি হতে থাকে। চোখের তলার কালো দাগ মন খারাপ করে দেয়।
এ থেকে মুক্তির জন্য নিয়মিত যোগব্যায়াম করা, মানসিক চাপ থেকে মুক্ত থাকা, রাতের পর রাত না জাগা এগুলি মেনে চলা উচিত। সেইসঙ্গে দ্রুত এই দাগ মুছে ফেলতে হলে কয়েকটি ঘরোয়া উপায় মনে রাখলেই হল।
ঠান্ডা দুধ কিন্তু চোখের তলার কালো দাগ মুছে দিতে পারে। একটু ঠান্ডা দুধ নিয়ে তাতে তুলো ডুবিয়ে চোখের তলার যে অংশে কালো দাগ পড়েছে সেখানে ভাল করে লাগিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ রেখে তা ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। এভাবে ২-১ দিন অন্তর করতে পারলে উপকার পাওয়া যায়।
টমেটো চোখের তলার কালো দাগ তুলতে দারুণ কার্যকরি। টমেটোর রসের সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে চোখের তলার কালো অংশে লাগাতে হবে। তারপর তা মিনিট ১০-১৫ রেখে তারপর ঠান্ডা জল দিয়ে ধুলে ফেলতে হবে।
চটকানো শসা বা শসার রস চোখের তলার কালো দাগ সহজে তুলে দিতে পারে। শসা চটকে তা ২ চোখের তলায় পড়া কালো অংশে লাগিয়ে রাখতে হবে। বেশ কিছুক্ষণ রেখে তারপর তা ধুয়ে ফেলতে হবে।
কাঁচা আলু থেঁতলে তা চোখের তলায় লাগানো যেতে পারে। এতেও দারুণ কাজ দেয়। আলুর রস চোখের তলার কালো দাগ সহজে তুলে দিতে পারে। তবে কয়েকদিন এটা চালিয়ে যেতে হবে। আলু থেঁতলে না লাগিয়ে আলুর রস বার করে সেই রসও এই কালো অংশে লাগানো যেতে পারে। তাতেও একই কাজ হয়।