বর্ষায় বাড়িতেই মুখের জেল্লা বাড়াতে রইল ২টি ফাটাফাটি উপায়
বর্ষায় মুখের চামড়ার বিশেষ যত্ন লাগে। বাড়িতে একদম ঘরোয়াভাবে অতি সহজেই মুখের জেল্লা বাড়ানো কিন্তু সম্ভব। খরচ প্রায় নেই বললেই চলে।
বর্ষায় মুখের চামড়াও গ্লো করবে। মুখের জেল্লা বাড়বে। এটা চাওয়া তো অপরাধ নয়। আবার এসব করতে কোনও বিউটি পার্লারে গেলে মোটা টাকা খসে যাবে নিমেষে।
তাহলে টাকাও বাঁচবে, সহজেও হবে, আবার জেল্লাও হবে বিউটি পার্লারের মত, আবার সময়ও বাঁচবে, এই ম্যাজিকটা হবে কীভাবে? হতে আদৌ পারে কি?
হতে কিন্তু পারে। সৌন্দর্য বিশেষজ্ঞদের দেওয়া ২টি উপায় কিন্তু বাড়িতে যে কোনও সময় করা সম্ভব। এ মিশ্রণ বানাতে ১ মিনিটও সময় লাগেনা। আর এতে কোনও রাসায়নিকও থাকেনা।
একটি উপায় হল দুধ আর মধুর মিশ্রণ। ২ চামচ কাঁচা দুধ নিতে হবে। তারমধ্যে ১ চামচ মধু দিয়ে দিতে হবে। তারপর ২টিকে ভাল করে গুলে নিতে হবে।
এবার এই মিশ্রণ মুখে ভাল করে লাগিয়ে অন্তত ২ থেকে ৩ মিনিট মাসাজ করতে হবে। এবার অল্প গরম জলে মুখ ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণ মুখের জেল্লা অনেক বাড়িয়ে দেয়। যাঁদের স্পর্শকাতর ত্বক তাঁদের জন্যও এই মিশ্রণ দারুণ উপকারি।
সৌন্দর্য বাড়াতে আরও একটি সহজ উপায় হল মুসুরির ডাল ও কাঁচা দুধের মিশ্রণ। এজন্য মুসুরির ডাল সারারাত ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই ডাল ভাল করে পেস্ট করে নিতে হবে। মেশাতে হবে কাঁচা দুধ।
এবার এই মিশ্রণ মুখ, গলা ও ঘাড়ে ভাল করে লাগিয়ে দিতে হবে। মিনিট দশেক এভাবে রেখে দেওয়ার পর এবার তা ধুয়ে ফেলতে হবে সাধারণ জল দিয়ে। এতে ২টি উপকার হবে। এক, মুখের মরামাস উঠে যাবে আর দুই, ত্বকের রং উজ্জ্বল হবে।