মৃত স্বামীর পাশে রাতে শুতে হয় স্ত্রীকে, সেই রাতের স্বপ্নই গুরুত্বপূর্ণ
স্বামীর মৃত্যু হলে মৃত স্বামীর পাশে রাত কাটাতে হয় স্ত্রীকে। ঘুমিয়ে যে স্বপ্ন দেখেন তার ওপর নির্ভর করে তাঁর ভবিষ্যৎ।
কারও মৃত্যু হলে তাঁর সৎকার করা হয়। ধর্ম ভেদে সৎকারও ভিন্ন। কিন্তু একটি জনজাতিতে কোনও বিবাহিত পুরুষের মৃত্যু হলে তাঁর মৃতদেহের পাশে রাতে শুইয়ে দেওয়া হয় স্ত্রীকে। স্ত্রীকে রাত কাটাতে হয় মৃত স্বামীর দেহের পাশে।
অন্য দিনের মতই তাঁর ঘরে কেউ রাতে থাকেন না। বন্ধ ঘরে মৃত স্বামীর পাশে শুয়ে স্ত্রী স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের ওপর নির্ভর করে ওই মহিলার আগামী জীবন। সেই স্বপ্নে যদি তিনি দেখেন যে তাঁর স্বামী তাঁর সঙ্গে শারীরিক মিলন করছেন, তাহলে সেই মহিলার জন্য ভাল।
কেন ভাল? আফ্রিকার লুয়ো জনজাতির মানুষজন বিশ্বাস করেন যে স্বামীর মৃত্যু হলে স্ত্রী তাঁর পাশে রাত কাটানোর সময় স্ত্রী যদি স্বামীর সঙ্গে দৈহিক মিলনের স্বপ্ন দেখেন তাহলে তার অর্থ হল স্বামী তাঁকে মুক্তি দিলেন। সব বন্ধন থেকে মুক্তি দিলেন।
যার সহজ অর্থ হল ওই মহিলা স্বামীর সৎকারের পর অন্য কোনও পুরুষকে চাইলে বিবাহ করতে পারেন। তাতে ওই জনজাতির সমাজ তাঁকে বাধা দেবে না।
কিন্তু যদি মৃত স্বামী স্বপ্নে মিলন না করেন তাহলে স্ত্রী মুক্তি পেলেননা। যদিও অনেকের মতে, পুরোটাই নির্ভর করে ওই মহিলার ব্যাখ্যার ওপর।
এক্ষেত্রে তিনি চাইলে মিলনের কথা বলবেন, চাইলে বলবেন না। তবে এই জনজাতিতে এই প্রাচীন বিশ্বাস আজও পালিত হয় অক্ষরে অক্ষরে।