সংসারের সব কাজ পারেন, চাকরির বায়োডাটায় এ কি লিখলেন মহিলা
এক মহিলা চাকরি চাইতে গিয়ে বায়োডাটায় লিখলেন তিনি কীভাবে সংসার সামলাতে দক্ষ। তাঁর ১৩ বছরের সংসার সামলানোর অভিজ্ঞতাও বিস্তারিত লিখলেন তিনি।
একজন চাকরি করতে করতে অন্য একটি চাকরিতে আরও উন্নতির জন্য চেষ্টা করতে পারেন। সেখানে বায়োডাটায় যে চাকরি তিনি করছেন তার উল্লেখ থাকে। তিনি যে কাজ করছেন এবং তা করতে করতেই নতুন চাকরি চাইছেন সেটা প্রমাণ করাটা অনেক সময় জরুরিও হয়।
মাঝে কাজ করতেন না বা এখন করছেন না, এমন কথা বায়োডাটায় ভাল নজরে নেওয়া হয়না। এটাই সকলের জানা। কিন্তু এক মহিলা একদম অন্য রাস্তায় হাঁটলেন। যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে।
গ্রোথিক নামে একটি কনটেন্ট মার্কেটিং সংস্থার কর্ণধার যুগাংশ চোকরা এক মহিলার সিভি সোশ্যাল মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে এক মহিলা একটি সিভি পাঠিয়েছেন যেখানে তিনি জানিয়েছেন ১৩ বছর আগে তিনি চাকরি থেকে দূরে চলে যান। বিয়ে করেন। সংসারে মন দেন। সন্তানকে বড় করে তোলেন। বাড়ি সামলে রাখেন।
হোমমেকার হিসাবে ১৩ বছর ধরে তিনি নিরন্তর কাজ করে গেছেন। এটাই তাঁর গত ১৩ বছরের অভিজ্ঞতা। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে যে চাকরি করার সঙ্গে বাড়ি সামলানো গৃহবধূ হওয়ার কি সম্পর্ক!
গৃহবধূরা বাড়িতে যে রান্নাবান্না বা সন্তান প্রতিপালনের কাজ করেন তা কীভাবে চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা হিসাবে বিচার্য হতে পারে?
কিন্তু যুগাংশ জানিয়েছেন তাঁর এই সিভিটি খুব ভাল লেগেছে। কারণ তিনি মনে করেন হোমমেকার হওয়াটা অত সহজ কাজ নয়। মহিলার এই বায়োডাটা এখন তাবড় সংবাদমাধ্যমের খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে।