মহিলা বা পুরুষরা বর্ষায় কেমন অন্তর্বাস পরবেন, পরামর্শ বিশেষজ্ঞদের
বর্ষাকালে অন্তর্বাস নির্বাচন করা উচিত যথেষ্ট বুঝে। কোন অন্তর্বাস পরা উচিত, কোন অন্তর্বাস এড়িয়ে চলা ভাল, বিশেষজ্ঞদের বিস্তারিত পরামর্শ।
বর্ষায় পোশাকের ক্ষেত্রে যথেষ্ট যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ বর্ষা নানা ধরনের চামড়ার সমস্যা ডেকে আনে। আর তা সঠিক পোশাক বেছে না নিলে বাড়তে পারে।
বর্ষায় অন্তর্বাস কি পরা হচ্ছে তা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। নারী বা পুরুষ, বর্ষা প্রত্যেকেরই পোশাকে ভিজে ভাব তৈরি করে।
অন্তর্বাসের ক্ষেত্রেও তাই হয়। বরং বেশি করে হয়। কারণ এ সময় ঘামও বেশি হয়। ফলে অন্তর্বাসে একটা ভিজে ভাব তৈরি হয়েই যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ তাই এমন অন্তর্বাস বাছা উচিত যা সেই কাপড় দিয়ে তৈরি যা খুব দ্রুত শুকোয় এবং ঘাম হলে তা দ্রুত শুকিয়ে নেয়।
কারণ বর্ষায় আর্দ্রতার কারণে ঘাম বেশি হয়। তাতে অন্তর্বাস ভিজে যায়। যা দীর্ঘ সময় শরীরে লেগে থাকলে তা থেকে ব়্যাশ বার হয়, নানা ধরনের ছত্রাক জনিত অসুখ তৈরি হয়।
অন্তর্বাসের কাপড় তো বুঝে নিতেই হবে, সেইসঙ্গে তা খুব টাইট হলে না পরাই ভাল। বরং এমন অন্তর্বাস বেছে নিতে হবে যা খুব টাইটও নয়, আবার খুব ঢলঢলেও নয়।
মাইক্রোমোডাল কাপড় এই সময় বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা। এই কাপড়ের তৈরি অন্তর্বাস সুতির চেয়েও ৩ গুণ নরম হয়।
অনেকসময় অন্তর্বাস থেকে মহিলা বা পুরুষের ওই অংশে এক ধরনের চুলকানি তৈরি হয়। যা তৈরির মূল কারণ হয় ব্যাকটেরিয়া। তাই এমন কাপড় বেছে নেওয়া উচিত যাতে ব্যাকটেরিয়া না বাড়তে পারে।
এছাড়া যেসব কাপড়ের তৈরি অন্তর্বাস শুকোতে বেশি সময় নেয় সেই কাপড়ে বর্ষায় দুর্গন্ধ তৈরির সম্ভাবনা বেশি থাকে। বরং যে কাপড় দ্রুত শুকোয় তাতে দুর্গন্ধ কম হয়। তাই সেই ধরনের কাপড়ের তৈরি অন্তর্বাস পরতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।
এছাড়া অন্তর্বাস পরে থাকার পর তা খুলে ফেললে মহিলা হোন বা পুরুষ, যদি দেহের সেই অংশে কোনই ইলাস্টিকের দাগ না দেখা যায় তাহলে বুঝতে হবে সেটাই তাঁর জন্য সঠিক অন্তর্বাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা