Lifestyle

দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাঁচতারা হোটেল আছে, নাম শুনলে বিশ্বাস হবেনা

দেশের কোন একটি রাজ্য এমন রয়েছে যেখানে পাঁচতারা হোটেলের সংখ্যা সবচেয়ে বেশি। প্রশ্নটা শুনে সহজেই যে উত্তরগুলো মনে হতে পারে, উত্তরটা কিন্তু তা নয়।

দেশের কয়েকটি রাজ্য অবশ্যই বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে আছে অর্থনৈতিক কার্যকলাপের দিক থেকে। ফলে সেখানে শিল্পমহলের পেশাদারদের যাতায়াত বেশি। আবার কিছু স্থান রয়েছে যেখানে দেশ বিদেশের পর্যটকদের যাতায়াত সারা বছর লেগেই থাকে।

পর্যটন ও শিল্প, এই ২টি ক্ষেত্রের সঙ্গে হোটেলের ব্যবসা বিশেষভাবে জড়িত। কারণ হয় পর্যটক অথবা শিল্পমহলের পদস্থ আধিকারিকদের প্রাত্যহিক আনাগোনা লেগে থাকে নানা স্থানে। আর সেখানে তাঁদের হোটেলে থাকতেই হয়।


সেদিক থেকে ভারতের যে কটি রাজ্যের নাম প্রথমেই মনে আসে তারমধ্যে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, গোয়া এমন নানা রাজ্য। কিন্তু হালে প্রকাশিত তালিকা বলছে এমন কোনও রাজ্যেই এত পাঁচতারা হোটেল নেই, যত পাঁচতারা হোটেল রয়েছে কেরালায়।

ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাঁচতারা হোটেল রয়েছে এ প্রশ্ন করা হলে সাধারণভাবে কেরালা নামটা প্রথমেই মনে আসে না অনেকের। কিন্তু কিছুটা অবাক করেই কেরালায় রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক পাঁচতারা হোটেল।


কেরালায় পর্যটন যথেষ্ট শক্তিশালী। সারা বছরই দেশ ও বিদেশ থেকে পর্যটকেরা আসেন। এছাড়া শিল্পপতিরাও নানা কারণে হাজির হন এই রাজ্যে।

হিসাব বলছে কেরালায় ৪৫টি পাঁচতারা হোটেল রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে রয়েছে ৩৫টি পাঁচতারা হোটেল। ৩২টি পাঁচতারা হোটেল নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গোয়া। এরপরই ২৭টি পাঁচতারা রয়েছে দিল্লিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button