পুরুষদের কাছে টানতে নারীর অন্তর্বাসের তুলনা নেই, বলছে পরিসংখ্যান
প্রাণের পুরুষকে আকৃষ্ট করতে চাইলে নারীকে বেছে নিতে হবে সঠিক অন্তর্বাস। নারীর আকর্ষণের সঙ্গে অন্তর্বাসের সম্পর্ক গভীর। এমনই বলছে পরিসংখ্যান।
নারী পুরুষের শারীরিক সম্পর্ক আদি অনন্ত। সমাজে বিবাহিত নারী পুরুষের এই সম্পর্ক মান্যতা পায়। তবে নারী পুরুষের শারীরিক মিলন ঘন উষ্ণতা পেতে দরকার সঠিক পদক্ষেপ।
পুরুষের চোখে নিজেকে আকর্ষণীয় করে তুলতে, পুরুষকে আকৃষ্ট করতে, তার মিলন আগ্রহ বাড়াতে ভারতের বিভিন্ন শহরের নারীরা মনে করেন অন্তর্বাসের একটা বড় ভূমিকা রয়েছে। সঠিক ২টি অন্তর্বাস বেছে নিতে পারলে পুরুষকে মিলনে অনেক বেশি করে আগ্রহী করে তোলা সম্ভব।
কোনও যুগলের মিলন যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে অনেক সময় সেই প্রক্রিয়ায় একটা একঘেয়েমি এসে পড়তে পারে। একটা অভ্যাসের মত মনে হতে পারে সবকিছু।
সেখানে ক্রমশ কমতে থাকে এগিয়ে যাওয়ার ইচ্ছা। সেই ইচ্ছাকে নতুন করে চাঙ্গা করে তুলতে নারীর অন্তর্বাস বিশেষ গুরুত্বের দাবি রাখে বলেই মনে করা হচ্ছে।
৪২ শতাংশের ওপর মহিলা মনে করছেন যদি সঠিকভাবে অন্তর্বাস বেছে নেওয়া যায় তাহলে যুগলের মিলন প্রক্রিয়া নতুন করে সাজিয়ে তোলা সম্ভব। এক্ষেত্রে বক্ষবাসকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে।
৫৮ শতাংশ মহিলা মনে করেন লেসি বক্ষবাস মিলনে বেশি কার্যকরী। ৪৯ শতাংশ আবার মনে করছেন স্বচ্ছ অন্তর্বাসই তাঁদের জন্য সঠিক।
শুধু প্রাণের পুরুষকে আকৃষ্ট করাই নয়, যে কোনও নারীর সৌন্দর্য বাড়িয়ে তুলতেও সাহায্য করে সঠিক অন্তর্বাস। কারণ তার ওপর পরা যে কোনও পোশাকও অন্তর্বাসের গুণে আরও সুন্দর হয়ে ওঠে।
সেক্ষেত্রে অবশ্য নারীর বক্ষবাসকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্বাসের ক্ষেত্রে ৩টি রং লাল, গোলাপি এবং কালো অধিকাংশ নারীকে সবচেয়ে বেশি আকর্ষিত করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা