বিয়ের পর তো অনেকেই হনিমুনে যান, হনিমুন শব্দটার মানে কি জানেন
বিয়ের পর হনিমুনে যাওয়াটা বেশ একটা বড় সময় ধরেই প্রাচ্য সংস্কৃতিতে ঢুকে পড়েছে। তবে হনিমুন শব্দটা এল কোথা থেকে এটা কিন্তু বেশ মজাদার।
সহজ বাংলায় বিয়ের পর নবদম্পতি কোথাও ২ জনে বেড়াতে গিয়ে একটা সুন্দর সময় কাটিয়ে আসাকে হনিমুন বলা হয়। যদিও ভারতীয় সংস্কৃতির সঙ্গে এর যোগ বহু প্রাচীন নয়, তবে এখন ভারতেও বিয়ের সঙ্গে হনিমুনটা প্রায় একসঙ্গেই উচ্চারিত হচ্ছে। এই হনিমুন শব্দটার আসল অর্থ কি তা কিন্তু অনেকেই হয়তো ভেবে দেখেননা।
বিবাহের পর হনিমুন সেরে দম্পতিরা ফিরে এলেও হনিমুন শব্দটির জন্মলগ্ন নিয়ে বিশেষ ভাবিত হন না। হনিমুন শব্দটা কীভাবে এল তা কিন্তু আজও পরিস্কার নয়। তবে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে।
যেমন অনেকে মনে করেন হনিমুন কথাটা এসেছে মধু বা হানি থেকে। এই মধু কার্যত চাঁদের একটি পূর্ণ বৃত্তাকার ভ্রমণ পর্যন্ত চলত। চাঁদের এই বৃত্তাকার ভ্রমণ যতদিন চলত নবদম্পতি এই মধু জাতীয় তরল পদার্থ সেবন করে ভালবাসায় মেতে থাকতেন।
আবার অনেকে মনে করেন, জুন হল সেই মাস যে মাসকে হনিমুন বলা হয়। জুন মাসকে ভালবাসার মাস হিসাবে ধরা হয়। এই মাসে বিয়েও হত এবং এই মাসেই মধু সংগ্রহও চলত। তাই এটা মধুমাস।
অনেকে মনে করেন হনি হল এক ধরনের নেশার দ্রব্য। যা একমাস ধরে পান করে নবদম্পতি সুখে একটা মাস কাটাতেন। এমন নানা তত্ত্ব নিয়ে হনিমুন শব্দ ঠিক কোথা থেকে এসেছে তা পরিস্কার নয়।