মহিলাদের জামায় পকেট থাকেনা, এর পিছনে রয়েছে বিশেষ কারণ
পুরুষদের শার্টে সাধারণত বুকপকেট থাকে। কিন্তু মহিলাদের শার্টে পকেট থাকেনা। কেন থাকেনা তার একাধিক কারণ রয়েছে। যা জানা প্রয়োজন।
পুরুষরা তো শার্ট পরেই থাকেন। কিন্তু আধুনিক জীবনে মহিলারাও শার্ট পরায় স্বচ্ছন্দ। পুরুষদের শার্টের সঙ্গে মহিলাদের শার্টের ফারাক হল পুরুষদের শার্টে বুকপকেট থাকে। কিন্তু মহিলাদের শার্টে কোনও পকেট থাকেনা। মহিলাদের শার্টে পকেট রাখার চেষ্টা কিছু ডিজাইনার করলেও তা খুব একটা জনপ্রিয় হয়নি। তাই এখন মহিলারা যে শার্টই পরুন না কেন তাতে পকেট থাকেনা।
কিন্তু প্রশ্ন হল কেন থাকেনা? মহিলাদের শার্টে পকেট না থাকার একটা কারণ হল মহিলারা সাধারণত অনেক বেশি জিনিসপত্র সঙ্গে রাখেন। যার জন্য তাঁরা সঙ্গে ব্যাগ রাখেন। তাই তাঁদের পকেটের বিশেষ প্রয়োজন পড়েনা। পকেটে তাঁরা কিছু রাখেন না।
পুরুষরা পকেটে কাগজ থেকে পেন, অনেক কিছু টুকটাক জিনিস রেখে দিতে পারেন। কিন্তু তা রাখার জন্য মহিলাদের ব্যাগই যথেষ্ট।
তাছাড়া পকেট যদি মহিলাদের জামায় রাখা হয় তাহলে সেই পকেট অনেকের দৃষ্টি আকর্ষণ করতে পারে বলেও মনে করা হয়। যা ওই মহিলার জন্য অস্বস্তিকর হতেই পারে।
তাই মহিলাদের জামায় কখনও পকেট থাকেনা। পকেটের একটি প্রয়োজন থাকে। যাতে কিছু জিনিস রাখা যায়। যা মহিলাদের প্রয়োজন পড়েনা।
তাই এখনও বিশ্বজুড়েই মহিলাদের জামায় পকেট থাকেনা। কর্পোরেট দুনিয়াতেও মহিলারা অনেকেই জামায় অভ্যস্ত। অফিসে জামা পরেন অনেকে। কিন্তু পকেট ছাড়াই হয় সেসব জামা।