অনেক আশা নিয়ে ব্যাঙদের ঘটা করে বিয়ে দেন এ গ্রামের মানুষ
এ গ্রামের কেউ যদি কোনও ব্যাঙ ধরতে পারেন, তাহলে তার বিয়েও দিয়ে দেন। একরাশ আশা নিয়ে ব্যাঙ ধরার পর তাকে অবিবাহিত রাখেন না এঁরা।
ভারতে গ্রামের অভাব নেই। কিন্তু সেই অগুন্তি গ্রামের মধ্যে কয়েকটি হাতেগোনা গ্রাম শুধু দেশের নয়, বিদেশেরও নজর কাড়ে। তেমনই একটি গ্রাম বিখ্যাত তার ব্যাঙের বিয়ের জন্য। এ গ্রামের প্রাচীন রীতি হল গ্রামের কোনও বাসিন্দা যদি কোনও ব্যাঙ ধরতে পারেন, তাহলে তার বিয়ে দিয়ে দেন।
ব্যাঙ ধরে তাকে অবিবাহিত রাখেন না এঁরা। যাহোক তা হোক করে বিয়ে নয়, একেবারে সনাতনি রীতি মেনে বিয়ে হয় ব্যাঙের। কলা পাতার ওপর বসিয়ে গাঁটছড়া বেঁধে বিয়ে হয়। আর সেই বিয়ে দেখতে গ্রামের সব বয়সের নারী পুরুষ হাজির হন। ব্যাঙের বিয়ে এ গ্রামের এক অন্যতম উৎসব।
অসমের রংদই গ্রামের এই ব্যাঙের বিয়ে যথেষ্ট পরিচিত। তবে নিছক মজা করতে গ্রামের মানুষ ব্যাঙের এমন ঘটা করে বিয়ে দেন তেমনটা কিন্তু নয়। বরং একরাশ আশা নিয়ে ব্যাঙের বিয়ে দেন তাঁরা।
ভাল ফসলের জন্য সঠিক পরিমাণে বৃষ্টি জরুরি। যাতে রংদই গ্রামের জমি ভাল বৃষ্টি পায় সেই আশায় বরুণ দেবতাকে তুষ্ট করতেই তাঁরা এই ব্যাঙের বিয়ের আয়োজন করেন।
গ্রামবাসীদের প্রাচীন বিশ্বাস ব্যাঙের এভাবে বিয়ে দিলে এ গ্রামে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ভিজবে মাটি। হবে ভাল ফসল। একটা নয়, এমন একাধিক ব্যাঙকে পাকড়াও করতে পারলেই বিয়ে দিতে থাকেন এখানকার মানুষজন। এটাই এ গ্রামের বৈশিষ্ট্য।