সহজেই উজ্জ্বল ত্বক পেতে কাঁচা দুধের সঙ্গে মেশান ২টি ঘরোয়া জিনিস
পার্লারে তো অনেক খরচ। কিন্তু পার্লারের মত উজ্জ্বলতা যদি বাড়িতে সহজেই পাওয়া যায়। কাঁচা দুধের সঙ্গে ২টি ঘরোয়া উপাদান মেশানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।
শীতের শুষ্কতা শেষ। এবার ক্রমে বাড়বে গরম। উজ্জ্বল ঝলমলে ত্বক তো বছরের সব দিনই চান সকলে। অনেকেই তার জন্য মোটা টাকা খরচ করে পার্লারে ছোটেন। কিন্তু বাড়িতে ঘরোয়া উপাদানেই অনেক সময় পার্লারের মত উজ্জ্বলতা পাওয়া যায় বলে বিশ্বাস করেন বিশেষজ্ঞেরা। কেবল জানতে হবে কার সঙ্গে কি মেশাতে হবে।
ত্বক বিশেষজ্ঞ ব্লসম কোছার সংবাদ সংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন বাড়িতেই কীভাবে ঝলমলে উজ্জ্বল ত্বক পাওয়া যেতে পারে।
কাঁচা দুধকে এই ম্যাজিকের মধ্যমণি হিসাবে নিয়েছেন তিনি। সেই কাঁচা দুধের ব্যবহারে ২টি দারুণ কাজের ঘরোয়া প্যাকের কথা জানিয়েছেন।
একটি হল কাঁচা দুধ ২ টেবিল চামচ নিতে হবে। তার সঙ্গে ভাল করে পাকা পেঁপের শাঁস চটকে ২ চামচ নিতে হবে। এবার ২টি মিশিয়ে মুখে এই মিশ্রণটি লাগিয়ে দিতে হবে।
১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। পাকা পেঁপেতে থাকা প্যাপাইন ঝলমলে ত্বক পেতে সাহায্য করে। তার সঙ্গে কাঁচা দুধের উজ্জ্বলতা গুণ তো রয়েছেই।
এই ২য়ের মিশ্রণ খুব সহজেই ঝলমলে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। এটি সপ্তাহে ২ দিন ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়।
এমনই আরও একটি মিশ্রণ হল কাঁচা দুধের সঙ্গে বেসন মিশিয়ে লাগানো। এই মিশ্রণ কিন্তু আজকের নয়। কয়েক প্রজন্ম আগেও মহিলারা বাড়িতে এই মিশ্রণ তৈরি করে ত্বকে লাগাতেন।
এই মিশ্রণ মুখের নোংরা তুলে ফেলে। কালো ছোপ থাকলে তাও পরিস্কার করে দেয়। তেলমুক্ত উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। এই মিশ্রণ তৈরির সময় ২ টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে ১ টেবিল চামচ বেসন দিতে হবে।
সপ্তাহে ২ দিন করে এই প্যাক ব্যবহার করা ভাল। মিশ্রণটি বেশ কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে। তারপর কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা