Lifestyle

কানের দফারফা করতে পারে ৫টি শব্দ, এগুলি থেকে দূরে থাকুন

কান শরীরের এক অন্যতম অঙ্গ। সেই কানের দফারফা করে দিতে পারে ৫টি শব্দ। যেগুলি থেকে মানুষের দূরত্ব বজায় রাখাই মঙ্গল।

পঞ্চেন্দ্রিয়ের একটি তো বটেই। কান মানুষের এমন এক অঙ্গ যা কাজ করা বন্ধ করলে মানুষ টের পান তার গুরুত্ব কি অপরিসীম। শ্রবণ ক্ষমতা লোপ পেলে জীবনে যে অন্ধকার নেমে আসে তা যাঁরা ভাল করে শুনতে পান না তাঁরা ভালই জানেন।

জোরে আওয়াজ সবসময়ই কানের পক্ষে বিপজ্জনক। কানের ভিতর বড় ধরনের ক্ষতিসাধন করে চড়া শব্দ শোনার ক্ষমতা অনেকটাই কমিয়ে দিতে পারে। কানকে সুরক্ষিত রাখতে মানুষের ৫ ধরনের শব্দ থেকে দূরে থাকা প্রয়োজন বলে মনে করেন অডিওলজিস্ট রাজা এস।


তাঁর মতে, হঠাৎ হওয়া কোনও বিস্ফোরণের শব্দ কানের পক্ষে ক্ষতিকর। বিস্ফোরণ বলে হয়না। ফলে আচমকা হওয়া বিকট আওয়াজ দ্রুত কানের ক্ষতি করে দেয়। কারণ এর আওয়াজ সাধারণভাবে ১৪০ ডেসিবলের ওপর হয়ে থাকে।

এছাড়া কোনও কনসার্ট বা কোনও উৎসবে যে শক্তিশালী লাউডস্পিকার ব্যবহার করা হয় তার কাছে থাকাও বিপজ্জনক হতে পারে। তাতে কান খারাপ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অনেক সময় বক্সের খুব কাছে দাঁড়িয়ে থাকা মানুষের কানের বড় ক্ষতি করে দেয় সেই বক্স থেকে বার হওয়া কড়া আওয়াজ।


বাড়ির মেরামতি বা নতুন বাড়ি তৈরি বা বাড়ির সৌন্দর্যায়নের জন্য নানা ধরনের মেশিন ব্যবহার করা হয়। তার মধ্যে রয়েছে ড্রিলিং মেশিন এবং টাইলস, প্লাইউড, পাথর কাটার চেনশ্ মেশিন। এগুলি ব্যবহার হলে কানে ইয়ারপ্লাগ লাগিয়ে রাখা ভাল। এতে কানের ক্ষতি হবেনা বলে মনে করেন অডিওলজিস্ট রাজা এস।

এছাড়া অনেকেই বাইরের আওয়াজ যাতে না ঢোকে সেজন্য গান শোনা বা সিনেমা দেখার সময় হেডফোন বা ইয়ারবাডের আওয়াজ বাড়িয়ে রাখেন। এটা কিন্তু কানের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। আওয়াজ ৬০ শতাংশের বেশি না রাখাই ভাল।

কানকে সুস্থ রাখতে বরং নয়েজ ক্যানসেলিং হেডফোন ব্যবহার করা অনেক ভাল। এতে বাইরের আওয়াজও ঢুকবে না, আবার কানও ভাল থাকবে।

এর বাইরে সিনেমা হল বা এমন কিছু জায়গা যেখানে খুব জোরে আওয়াজ হচ্ছে তার থেকে মানুষকে দূরে থাকা বা সে সময় কানে ইয়ারপ্লাগ লাগিয়ে রাখা ভাল হলে জানাচ্ছেন বিশেষজ্ঞ অডিওলজিস্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button