কোন মন্ত্রবলে রাকেশ শর্মা মহাকাশে নির্ভয়ে দিন কাটাতেন, এতদিনে জানা গেল কারণ
ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা। যিনি মহাকাশে পৌঁছে সেখানে দিন কাটানোর সময় এতটুকুও ভয় পাননি। এর পিছনে ছিল একটি বিশেষ কারণ।
মহাকাশে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামসরা পৌঁছেছেন। কিন্তু ভারতীয় হিসাবে প্রথম যিনি মহাকাশে গিয়েছিলেন তিনি রাকেশ শর্মা। ৭ দিন ২১ ঘণ্টা ৪০ মিনিট মহাকাশে কাটান তিনি।
রাকেশ শর্মা কেবল একজন মহাকাশচারী নন, তিনি ভারতের গর্ব, ভারতের এক অনন্য ইতিহাস। সেই রাকেশ শর্মা মহাকাশে পৌঁছে কিন্তু এতটুকু ভয় পাননি। অস্বস্তি বোধ করেননি। এমনকি তাঁর সঙ্গে যাঁরা মহাকাশে গিয়েছিলেন তাঁদের সকলের মধ্যে সবচেয়ে নির্ভীক অবস্থায় সেখানে কাটিয়েছিলেন রাকেশ শর্মাই।
কিন্তু কোন মন্ত্রবলে এই মহাকাশে পৌঁছেও এতটুকু ভয় পাননি অ্যাস্ট্রোনট উইং কমান্ডার রাকেশ শর্মা? এর পিছনে রয়েছে একটি কারণ। রাকেশ শর্মার যোগ প্রশিক্ষক ছিলেন এনভি রঘুরাম। তিনি জানিয়েছেন রাকেশ শর্মাকে মহাকাশে নির্ভীকভাবে রেখেছিল যোগচর্চা।
যা রাকেশ শর্মাকে মহাকাশে ভয় পেতে তো দেয়নি, বরং অনেক বেশি অবস্থার সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছিল। এমনকি মহাকাশে থাকাকালীন বেশ কয়েকটি প্রতিকূল অবস্থার মোকাবিলা করতেও সাহায্য করেছিল যোগচর্চা।
বেঙ্গালুরুতে যোগ ফর স্পেস নামে একটি আলোচনাসভায় এতদিন পর রাকেশ শর্মার এই যোগচর্চার অভ্যাসের কথা প্রকাশ্যে আনলেন তাঁর যোগ প্রশিক্ষক। যা আগামী দিনে মহাকাশচারী হতে চাওয়া নতুন প্রজন্মকে যোগ চর্চায় অনুপ্রাণিত করবে।
বিদেশেও কিন্তু বহু মানুষ নিয়মিত যোগচর্চা শুরু করেছেন। ভারতের এই দান যে কতটা সঠিক তা গোটা দুনিয়া এখন মেনে নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা