বাজারে আসছে মহামূল্যবান লাল ঢেঁড়স
সবুজ ঢেঁড়স তো অনেক খাওয়া হল, এবার বাজার ছাইতে চলেছে লাল ঢেঁড়সে। যদিও যে দামে তা এখন পাওয়া যাচ্ছে তা সাধারণ মানুষের পক্ষে কেনা মুশকিল।
ঢেঁড়সের হাজারো গুণ। ঢেঁড়সে থাকে ভিটামিন এ, সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডান্ট। সবজি জগতে অন্যতম নাম ঢেঁড়স দেশের কোণায় কোণায় রান্নার অন্যতম অঙ্গ।
সবজি রান্না করতে গেলে ঢেঁড়স একটি পদ হয়ে অনেক সময় সামনে আসে। এখন যে ঢেঁড়স বাজারে পাওয়া যায় সেই সবুজ ঢেঁড়স মোটামুটি ৪০টাকা কেজি দরে পাওয়া যায়। যা আমজনতার ক্রয় ক্ষমতার নাগালে থাকে।
কিন্তু এবার যে ঢেঁড়স বাজারে আসতে চলেছে তার দাম হবে এক কেজি মটনের প্রায় সমান। অবাক হওয়ার মত হলেও নয়া এই ঢেঁড়সের রং সবুজ নয়, হবে লাল। আর তার পুষ্টিগুণ হবে সবুজ ঢেঁড়সের থেকে ঢের বেশি।
মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে এক কৃষক এমনই লাল ঢেঁড়স উৎপাদন করে চমক দিয়েছেন। তিনি বারাণসীর একটি কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই লাল ঢেঁড়সের বীজ কিনে আনেন। মাঠে দেওয়ার পর ৪০ দিনের মধ্যেই ফসল ধরে। লালা ঢেঁড়সে ভরে ওঠে তাঁর খেত।
ওই কৃষকের দাবি, পুষ্টিগুণে সবুজ ঢেঁড়সের চেয়ে অনেক বেশি উপকারি এই লাল ঢেঁড়স। যাঁরা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাঁদের জন্য এই লাল ঢেঁড়স দারুণ উপকারি।
এমনকি যাঁরা হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন তাঁদের জন্যও এই লাল ঢেঁড়স উপকারি। আপাতত সামান্যই উৎপাদন বলে এর দাম আকাশছোঁয়া।
এই লাল ঢেঁড়স প্রতি একর জমিতে ৮০ কুইন্টাল পর্যন্ত হতে পারে। সেভাবে দেশ জুড়ে এর উৎপাদন শুরু হলে হয়তো তখন এর দাম অনেকটাই কমে যাবে।
তবে এখন লাল ঢেঁড়স রীতিমত মহার্ঘ। যদিও দাম এখন যাই হোক আগামী দিনে যে এই লাল ঢেঁড়সে বাজার ছাইতে পারে তা মেনে নিচ্ছেন অনেকেই।