Lifestyle

এই গোলাপের ১টির দাম ভারতে প্রায় দেড় হাজার টাকা, চেনেন এই গোলাপ

গোলাপ ফুল কার না ভাল লাগে। পৃথিবীর অন্যতম সুন্দর ফুল গোলাপ। প্রেমের প্রতীক। গোলাপ নানাধরনের হয়। সবচেয়ে দামি গোলাপটিকে চিনে রাখুন।

গোলাপ বললেই চোখের সামনে লাল বা লালচে মেরুন একটি সুন্দর গন্ধযুক্ত ফুল ফুটে ওঠে। গোলাপ প্রেমের প্রতীক হয়ে আছে বহু বহু কাল ধরে। গোলাপের গন্ধে মোহিত হন যে কোনও বয়সের মানুষ। গোলাপ আবার নানারকম হয়।

এমনকি কালো গোলাপও হয়। সাধারণ কালো রংয়ের ফুল দেখতে পাওয়া যায়না। তবে গোলাপের ক্ষেত্রে সেটাও হয়। নানা রংয়ের গোলাপ ফুলের চাষ হয়। শতাধিক রং ও রূপের গোলাপ রয়েছে পৃথিবীতে।


এদের মধ্যে সবচেয়ে দামি গোলাপটির নামও বড়ই প্রেমময়। পৃথিবীর মানুষের কাছে রোমিও জুলিয়েটের চেয়ে বড় প্রেমিক প্রেমিকা আর হয়না। শেক্সপিয়ারের সেই অমর ২ চরিত্র চিরদিন অমলিন প্রেমের প্রতীক হয়ে থেকে যাবে।

এ গোলাপের নামও সেই জুলিয়েটের নামে। এই গোলাপকে বলা হয় জুলিয়েট গোলাপ। যার ১টির দাম ভারতে দেড় হাজার টাকার মত।


তবে বাজারে দেড় হাজার টাকা নিয়ে জুলিয়েট গোলাপ খুঁজতে গেলেই পাবেন না। মোটা টাকা খরচের পরও তা পেতে অনেক খোঁজাখুঁজি করতে হয়।

জুলিয়েট রোজ বা জুলিয়েট গোলাপ কিন্তু প্রকৃতিতে নিজে থেকেই তৈরি হয়নি। এই অপরূপ গোলাপটি তৈরি করা হয়েছিল। ডেভিড অস্টিন নামে এক ব্যক্তি অনেক চেষ্টায় এই ফুলটি ফোটাতে সক্ষম হন।

২০০৬ সালে তিনি এটি প্রথমবারের জন্য সকলের সামনে আনেন। চেলসি ফ্লাওয়ার শো-তে জুলিয়েট গোলাপ প্রথমবার সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। যা দেখার পরই সে গোলাপে মুগ্ধ হন সকলে। এমনই তার রূপ।

অনেকটা পিচ রংয়ের এই গোলাপকে চোখে না দেখলে লিখে তার রূপ বর্ণনা কঠিন। তবে কেবল পিচ বলেই নয়, এই বিশেষ দর্শন গোলাপটি অন্য রংয়েও হয়। তার সঙ্গে তার মন মাতাল করা গন্ধ তো আছেই।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button