Lifestyle

বিখ্যাত সংস্থার গাড়ির দাম ৩ হাজার ৬০০ টাকা, বিজ্ঞাপন দেখে চক্ষু চড়কগাছ

গাড়ি কেনার কথা ভাবলে অনেকেই যে হাতেগোনা কয়েকটি বিখ্যাত সংস্থার নাম বলে থাকেন, তার একটি শেভ্রোলে। সে গাড়ির দাম ৩ হাজার ৬০০ টাকা। বিজ্ঞাপনে আলোড়ন।

বিখ্যাত তো বটেই, সেই সঙ্গে শেভ্রোলে বহু পুরনো বনেদি গাড়ির ব্র্যান্ডগুলির একটি। মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরস সংস্থার তৈরি এই শেভ্রোলে গাড়ি কেবল একটি গাড়ি নয়, একটা সময় ছিল সামাজিক পরিচিতি।

৫ আসন বিশিষ্ট শেভ্রোলে গাড়ির দাম নাকি ৩ হাজার ৬০০ টাকা! এমন এক বিজ্ঞাপন রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।


এখানেই শেষ নয়, অন্য একটি শেভ্রোলে মডেলের দাম আরও কম। তার বিজ্ঞাপন বলছে সেটির দাম ২ হাজার ৭০০ টাকা। কি মনে হচ্ছে খেলনা গাড়ির দাম বলা হচ্ছে? তা কিন্তু নয়। একেবারেই আসল গাড়ি।

তাও আবার সেকেন্ড হ্যান্ড অর্থাৎ ব্যবহৃত নয়। একদম নতুন গাড়ির দামই ওটা। তবে এখন নয়। ১৯৩৬ সালে প্রকাশিত হয়েছিল এই বিজ্ঞাপনটি।


লখনউ শহরে এই দামে গাড়িটি বিক্রি হচ্ছিল। যা কারও কাছে থাকা মানে তা তাঁর সামাজিক প্রতিপত্তি ও অবস্থানের বার্তা বহন করে।

১৯৩৬ সাল অনুযায়ী অবশ্য ৩ হাজার ৬০০ টাকা বা ২ হাজার ৭০০ টাকা নেহাত কম নয়। এখন ওই টাকাটাই কোটি টাকার ওপর। ফলে দাম তখনও কোনও অংশে কম ছিলনা।

Lifestyle News
সেদিনের বিজ্ঞাপনে আজকের ভিন্টেজ গাড়ি, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম – @carblogindia

তবে বর্তমানের সাপেক্ষে ওই টাকাটা নগণ্য বলে মনে হতেই পারে। বিজ্ঞাপন ২টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর কিন্তু নেটিজেনরা একের পর এক কমেন্ট করেছেন।

কেউ মজা করেছেন। কেউ লিখেছেন এখন হলে তিনি বেশ ধনী। এমন গাড়ি কিনে নিতেন। কেউ লিখেছেন সেই সময় অনুযায়ী এই দামটা প্রচুর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button