চটি ভ্যানিস হওয়া আটকাতে অভিনব উপায় বার করল হোটেল
তাদের হোটেলের ঘর থেকে প্রায়ই চটি ভ্যানিস হয়ে যাচ্ছিল। অতিথিদের একাজ থেকে আটকাতে অভিনব পন্থা নিল এক হোটেল কর্তৃপক্ষ।

হোটেলে থাকতে আসা অতিথিদের জন্য কিছু জিনিস হোটেল দিয়ে থাকে ব্যবহারের জন্য। সেগুলি হোটেল ছাড়ার সময় নিয়ে যাওয়ার নয়। কিন্তু অনেকসময় অতিথিরা তা ভাল লাগলে নিয়ে যান। এমনটা অনেকসময় দেখা যায়।
যদিও হোটেল থেকে কি নেওয়া যাবে এবং কি যাবেনা তা অনেক হোটেলই স্পষ্ট করে দেয়। তা সত্ত্বেও কিছু অতিথির মধ্যে তোয়ালে, চটি, বাল্ব এবং এমন কিছু জিনিস নিয়ে যাওরা প্রবণতা হোটেল কর্তৃপক্ষকে সমস্যায় ফেলে।
বারবার এমন সমস্যার মুখে পড়ে একরকম বিরক্ত হয়েই এবার হোটেলের ঘরে বা বাথরুমে ব্যবহারের জন্য চটির ক্ষেত্রে এক অভিনব কৌশল গ্রহণ করল মুম্বইয়ের একটি হোটেল। তাদের সেই অভিনব ভাবনার কথা সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পর হুহু করে ছড়িয়ে পড়ে।
ওই হোটেল কর্তৃপক্ষ তাদের হোটেলের ঘর থেকে যাতে কোনও অতিথি ব্যবহারের জন্য দেওয়া চটি জোড়া নিয়ে না যান সেজন্য ২টি চটির পাটি ২ রকম দেখতে রেখে দিচ্ছে।
সাইজ এক হলেও ২টি চটির পাটির রং ও নকশা আলাদা। যা হোটেলের ঘরের মধ্যে প্রয়োজন মেটাবে, কিন্তু বাইরে ব্যবহার করা যাবেনা। কেউই চটির ২টি আলাদা দেখতে পাটি নিয়ে যেতে চাইবেন না।
ফলে চটিও চুরি হবেনা। হোটেলটির এই ভাবনা ভীষণভাবে নজর কেড়েছে। অনেকেই এই পথ বেছে নেওয়ার জন্য হোটেলের প্রশংসা করেছেন।