ফ্যাশন শো কোনও আধুনিক ভাবনা নয়, কবে শুরু হয়েছিল জানলে বিশ্বাস হবেনা
অনেকেই মনে করেন ফ্যাশন শোয়ের মত বিষয় শুরু হয়েছে খুব বেশি বছর হয়নি। কিন্তু বাস্তবে ফ্যাশন শোয়ের ইতিহাস অনেক পুরনো। ফ্যাশন শো শুরুর কারণটাও চমকপ্রদ।

ফ্যাশন শো সম্বন্ধে কমবেশি ধারনা অনেকেরই রয়েছে। ব়্যাম্পের ওপর দিয়ে মডেলদের ক্যাট ওয়াক, নানা আধুনিক পোশাক ভাবনা, ডিজাইনারদের অনবদ্য সৃষ্টি, চোখ ধাঁধানো শো, এ সবকিছুর মধ্যেই এক আধুনিকতার ছাপ স্পষ্ট।
অনেকেই মনে করেন বিভিন্ন দেশে যে ফ্যাশন শো অনুষ্ঠিত হয় তা শুরু হয়েছে খুব বেশি বছর হয়নি। তা কিন্তু নয়। ফ্যাশন শো শুরু হয়েছিল বহু বছর আগে। শুরু হয়েছিল প্যারিসে।
চার্লস ফ্রেডরিক ওর্থ নামে এক ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার থাকতেন প্যারিসে। তখন ফ্যাশন বলতে ফ্যাশন ডিজাইনাররা পোশাকের ক্ষেত্রে নতুন ভাবনা তুলে ধরতেন ম্যানিকুইনকে সেই পোশাকে সাজিয়ে। রক্তমাংসের কোনও নারী বা পুরুষ দিয়ে কোনও ফ্যাশন শোয়ের আয়োজন হতনা।
এমনটা যে হতে পারে সে ধারনাও কারও ছিলনা। চার্লস ফ্রেডরিক ওর্থ ১৮৬০ সালে প্যারিসে এক ঐতিহাসিক ফ্যাশন শোয়ের আয়োজন করেন। যেখানে প্রথম কোনও মানুষ মডেল হিসাবে ফ্যাশন শোয়ে অংশ নিলেন।
তাঁদের পরানো হয় চার্লসের তৈরি পোশাক। ফ্যাশন দুনিয়ায় যুগান্ত সৃষ্টি করলেন তিনি। সে সময় অবশ্য ফ্যাশন শো বলে কিছু হতনা। হত ফ্যাশন প্যারেড।
মডেল দিয়ে যে ফ্যাশন প্যারেড হতে পারে তা ১৮৬০ সালে পৃথিবী প্রথম জানতে পারল। তারপর অবশ্য এই ভাবনাকে লুফে নিতে সময় নেয়নি বিশ্বের ফ্যাশন দুনিয়া।
তবে এই ফ্যাশন শো বা ফ্যাশন প্যারেডের ধারনা পৃথিবী প্যারিসের যে ফ্যাশন প্যারেড থেকে জানতে পেরেছিল, সেই প্যারেডে দর্শক ছিলেন নামমাত্র। হাতেগোনা ক্রেতা ও রাজপরিবারের কয়েকজন ছাড়া পৃথিবীর প্রথম ফ্যাশন শোয়ে আর কারও প্রবেশাধিকার ছিলনা।