Lifestyle

গাড়ির নম্বর প্লেটে ৪৬ লক্ষ টাকা খরচ করলেন এক ভারতীয়, গাড়ির দাম তাহলে কত

ভারতে এখন গাড়ি কিনতে নয়, গাড়ির নম্বর প্লেট পেতেও ৪৬ লক্ষ টাকা খরচ করেন কেউ কেউ। এমনই এক বিস্ময়কর ঘটনা সামনে এল।

শখ শব্দটা যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তার এক অসামান্য উদাহরণ তৈরি হল। ভারতে একটা গাড়ি কেনার স্বপ্ন বহু মানুষের থাকে। কিন্তু গাড়ি আছে এমন মানুষের সংখ্যাটা এখনও নগণ্যই। তার মধ্যে এমন অনেকে আছেন যাঁরা স্মল ফ্যামিলি কার বা ছোট ৪ আসন বিশিষ্ট গাড়ির মালিক।

গাড়ির ঋণের ভরসায় এমন গাড়ি এখন কিছু মানুষ কিনছেন। দাম পড়ছে ৫ থেকে ৬ লক্ষ টাকার মধ্যেই। ভাল গাড়ির দাম ১০ থেকে ৩০ বা ৪০ লক্ষ টাকার মধ্যে। গাড়ি থাকলে তার একটি লাইসেন্স নম্বর প্লেট দরকার পড়ে। সেটা মোটর ভেহিকল বিভাগ থেকে পাওয়া যায়।


নতুন গাড়িতে সেই নম্বর প্লেট লাগিয়ে তারপর রাস্তায় ছোটা শুরু। গাড়ি নয় তাঁর নতুন কেনা গাড়ির জন্য নম্বর প্লেট পেতেই কেরালার এক ব্যক্তি ৪৫ লক্ষ ৯৯ হাজার টাকা বা বলা ভাল ৪৬ লক্ষ টাকা খরচ করলেন। তাঁর শখের নম্বরটিও এভাবে পেয়ে গেলেন।

যে টাকায় রীতিমত বিলাসবহুল গাড়ি কেনা সম্ভব, সেই টাকা খরচ করে তিনি কেবল তাঁর নতুন গাড়ির নম্বর প্লেটটি পেলেন। যা পেয়ে তিনি বেজায় খুশি।


কেরালার একটি আইটি সংস্থার সিইও বেণু গোপালকৃষ্ণণ হালে একটি ল্যাম্বরগিনি গাড়ি কিনেছেন। ল্যাম্বরগিনির ‘উরুস পারফরমান্তে’ নামে এই মডেলটি কেরালায় এই প্রথম কেউ কিনলেন। দাম পড়েছে ৪ কোটি টাকা।

সেই গাড়ির জন্য তাঁর পছন্দের বিশেষ নম্বরটি বেণু কিনলেন নিলামে। বিশেষ ধরনের নম্বরের নিলামে অংশ নিয়ে তিনি ৪৫ লক্ষ ৯৯ হাজারে ‘কেএল ০৭ ডিজি ০০০৭’ নম্বরটি তাঁর নতুন ল্যাম্বরগিনির জন্য নিশ্চিত করে ফেলেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button