বাড়ি থেকে পালানোর ৬৪ বছর পর ধুমধাম করে বিয়ে হল বৃদ্ধ দম্পতির
৬৪ বছর আগের কথা। তখন প্রেম করে বিয়েটাই ছিল বিরল ঘটনা। সেই সময় বাড়ি থেকে পালিয়েছিলেন ২ জনে। এবার তাঁদের বিয়ের মত বিয়ে হল।

মেয়ে ব্রাহ্মণ পরিবারের। ছেলে জৈন পরিবারের। ৬৪ বছর আগে এমন এক সম্পর্ক অনেক পরিবারই মেনে নিতে পারত না। প্রেম করে বিয়েটাই ছিল বিরল ঘটনা। কিন্তু তাঁদের বাল্য প্রেমের গাথা এই পারিবারিক বাধায় থেমে যায়নি।
বরং একদিন ২ জনেই বাড়ি থেকে পালান। বিয়েও করেন। তবে সে বিয়ে ছিল অনাড়ম্বর। পরিবার, আত্মীয়, বন্ধুদের সমাগমে এক ঝলমলে রাতে বিয়ের জাঁকজমক তাঁদের পাওয়া হয়নি।
তারপর সময় এগিয়েছে। সন্তান এসেছে হর্ষ ও ম্রুনুর জীবন আলো করে। তাঁরা বড় হয়েছেন। তারপর তাঁদের বিয়ে হয়েছে। সন্তান হয়েছে। যে ২টি তরুণ হৃদয় একদিন জীবনটা একসঙ্গে হাতে হাত ধরে কাটানোর জন্য ঘর ছেড়েছিল, তাদের এখন ভরা সংসার।
কিন্তু ৬৪ বছর পরও মনের মধ্যে যে অতৃপ্তিটা থেকেই গিয়েছিল সেটা ছিল তাঁদের জাঁকজমকপূর্ণ একটা বিয়ে। হর্ষ ও ম্রুনুর সেই ইচ্ছেটা এবার পূরণ হল।
পালিয়ে বিয়ের ৬৪ বছর পর তাঁদের একেবারে বিয়ের মত করে বিয়ে দিলেন তাঁদের সন্তান, নাতিনাতনিরা। বিয়ের প্রতিটি নিয়ম পালিত হল। বৃদ্ধ হর্ষ আর বৃদ্ধা ম্রুনু সাজলেন বিয়ের সাজে।
সিঁদুর দান থেকে মালাবদল, কিছুই বাদ রইল না। ২ জনের চোখে মুখেই ছিল স্বপ্নের বিয়ের আনন্দ। এই গুজরাটি দম্পতি জীবনের সব লড়াইটা লড়ে এই বৃদ্ধ বয়সেও মেতে উঠলেন যৌবনের বিয়ের খুশিতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের সেই প্রেম কাহিনি থেকে এই বিয়ের মত বিয়ের ছবি।