বিয়েবাড়িতে কনের জায়গায় এল ডাইনোসর, দেখে ভয়ে কাঁটা বর
সকলেই বিয়েবাড়ির আনন্দে মশগুল। কনে আসার অপেক্ষা। বরও অপেক্ষায়। আচমকা সেখানে হাজির হল বিশাল ডাইনোসর। কিন্তু কনে এল না।

বর হাজির। কেবল কনে আসার অপেক্ষা। বাকি যাঁরা উপস্থিত তাঁরা সবুজ ঘাসের গালিচা পাতা প্রাঙ্গণে সূর্যালোক গায়ে মেখে আনন্দে মাতোয়ারা। আনন্দ আরও বাড়বে কনে প্রবেশ করলে। তারপরই শুরু হবে গায়েহলুদ।
সেই আনন্দে আচমকাই ছেদ পড়ল। কারণ কনে আসার অপেক্ষায় যখন সকলে তখন কনে আসার আগেই সেখানে হাজির হল এক বিশাল ডাইনোসর। বিয়ে বাড়িতে ডাইনোসর! প্রাথমিক ধাক্কা সামাল দিতে একটু সময় লাগে সকলের।
তারপর সকলেই মনে করেন এটা বোধহয় বিয়ে বাড়ির আয়োজনেরই অংশ। কেউ ডাইনোসর সেজে হাজির হয়েছেন সকলকে আনন্দ দিতে। এদিকে সেই ডাইনোসর সোজা হাজির হয় বরের কাছে। তাঁকে পিছন থেকে ডাকে।
বর তো ঘুরে তাকিয়ে ডাইনোসর দেখে আঁতকে ওঠেন। কিন্তু তারপর নিজেকে সামলে নিয়ে ডাইনোসরটির ইচ্ছায় তার সঙ্গে নাচের ভঙ্গিতে পা মেলান। তখনও অবশ্য আসল চমক বাকি ছিল।
বেশকিছুটা সময় ডাইনোসর এভাবে ওই লনে সকলের সঙ্গে মিশে যাওয়ার পর সেই ডাইনোসরের খোলস থেকে যিনি বেরিয়ে আসেন তিনি বিয়েবাড়িতে আনন্দ দিতে আসা কোনও শিল্পী নন, খোদ কনে।
কনেই তাঁর গায়েহলুদে ডাইনোসর সেজে হাজির হন। একেবারে তাক লাগানো অভিনবত্ব সন্দেহ নেই। ফলে এই ছবি ইন্টারনেটে হইহই ফেলে দিতে সময় নেয়নি।
বিয়ের অনুষ্ঠানে নতুন কিছু করে তাক লাগানোর চেষ্টা হালফিল অনেক বিয়ের অনুষ্ঠানেই নজরে পড়ে। বেশ কয়েকটি ভাবনা চমকপ্রদও। সেই অতি চমকপ্রদদের তালিকায় অবশ্যই জায়গা করে নিল কনের ডাইনোসর সেজে নিজের গায়েহলুদে হাজির হওয়া।