ইতিহাসের সামনে এক দারুণ সন্ধে কাটানোর সুযোগ শুরু রবিবার থেকে
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ইতিহাস। তারই সামনে একটা গোটা সন্ধে দারুণ আনন্দে কাটানোর সুযোগ তৈরি হল। রবিবার থেকে চালু হচ্ছে এই বন্দোবস্ত।
রবিবারটা ছুটির দিন। সারা সপ্তাহের পরিশ্রমের পর রবিবারটা পরিবার, বন্ধু, আত্মীয়দের কাটাতে চান সকলেই। চান একটু এদিক ওদিক সকলে মিলে ঘুরে আগামী সপ্তাহের জন্য জীবনী শক্তিটা বাড়িয়ে নিতে। মনটা সতেজ করে তুলতে।
সে কথা প্রশাসনের অজানা নয়। তাই এবার শহরের মানুষের রবিবারকে আরও সুন্দর করে তোলার বন্দোবস্ত করল তেলেঙ্গানার নগরোন্নয়ন দফতর।
হায়দরাবাদ শহরের ঐতিহাসিক চারমিনারের সামনেটা বেছে নিয়েছে তারা। সেখানেই প্রতি রবিবার বসবে আনন্দ সন্ধ্যা। নাম দেওয়া হয়েছে ‘এক সাম চারমিনার কে নাম’।
রবিবার বিকেল ৪টে থেকে শুরু হবে অনুষ্ঠান। চলবে রাত ১০টা পর্যন্ত। প্রতি রবিবার বসবে এই আসর। চারমিনারের সামনেটা রবিবার রাতে হয়ে উঠবে রঙিন।
মানুষের মনোরঞ্জনের জন্য থাকবে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান। থাকবে শিল্পকলার প্রদর্শনী। থাকবে অনেক স্টল। খাবার বন্দোবস্ত। এছাড়া ছোটদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, হাসির কবিতা পাঠের অনুষ্ঠান সহ আরও একগুচ্ছ অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে সন্ধেগুলো।
আগামী ১৭ অক্টোবর থেকে এই চারমিনারের সামনে রবিবারের রঙিন সন্ধে শুরু হচ্ছে। এর আগেই হুসেন সাগর লেকের পাশে ট্যাঙ্ক বান্দ-এ চালু হয়েছে এমনই একটি মনোরঞ্জন ভিত্তিক অনুষ্ঠান সানডে ফানডে।
এবার এমনই একটি অনুষ্ঠান চালু হচ্ছে চারমিনারেও। ফলে হায়দরাবাদ শহরের মানুষের জন্য রবিবারের সন্ধেটা চুটিয়ে আনন্দ করে কাটানোর সুযোগ আরও বাড়ল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা