পারফিউমের সুগন্ধ সারাদিন ধরে রাখার কিছু সহজ উপায়
অনেকেই পারফিউম মাখার পর দ্রুত গন্ধ উবে যাওয়ার অভিযোগ করেন। সারাদিন পারফিউমের গন্ধ বজায় থাকবে কীভাবে? রইল গন্ধ ধরে রাখার কিছু সহজ উপায়।
পারফিউম মাখা থাকলে শরীর থেকে একটা সুন্দর গন্ধ নির্গত হয়। যা উল্টোদিকে থাকা মানুষের যেমন ভাল লাগে। তেমন নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এই সুগন্ধির আবেশ।
বাড়িতে পারফিউম মেখে অনেকেই বার হন ঠিকই, কিন্তু সেই গন্ধ দিনভর বজায় থাকেনা। কিছুক্ষণের মধ্যেই কোথায় হারিয়ে যায় সেই গন্ধ।
এমন অভিযোগ অনেকেই করে থাকেন। পারফিউমের গন্ধকে ধরে রাখার কিছু সহজ উপায় রয়েছে। যাতে সারাদিন পারফিউমের গন্ধ লেপ্টে থাকবে শরীর জুড়ে।
পারফিউম মাখার জন্য সবচেয়ে ভাল সময় হল স্নানের পরই। স্নানের পর শরীরে একটা আর্দ্রতা বজায় থাকে। যার উপর পারফিউম পড়লে পারফিউমের সুগন্ধকে ওই আর্দ্রতা অনেকক্ষণ ধরে রাখতে পারে। এতে পারফিউমের গন্ধ দ্রুত ভ্যানিস হয়ে যাবেনা। থাকবে দীর্ঘসময়।
যদি স্নানের পর পারফিউম না মেখে, ঠিক কোথাও বার হওয়ার মুখে পারফিউম মাখতে চান, তাহলে যেখানে পারফিউম স্প্রে করবেন সেখানটা আগে একটু ভিজিয়ে আর্দ্র করে নিতে হবে। তারপর পারফিউম মাখলে গন্ধ দীর্ঘস্থায়ী হবে।
পারফিউম কোথায় স্প্রে করা হচ্ছে তা খুব গুরুত্বপূর্ণ। শরীরের যেখানে সেখানে স্প্রে করলে গন্ধ তাড়াতাড়ি উবে যাবে। পারফিউম মাখতে হবে পালস পয়েন্টে। পালস পয়েন্ট কোনগুলি?
দেহের পালস পয়েন্টগুলি হল কানের পিছন দিক, কলার বোন, কব্জির ভিতরের দিক, কাঁধ, নাভির কাছ, হাঁটুর পিছন দিক এবং অ্যাঙ্কল। এসব স্থান বেছে পারফিউম মাখলে তার সুবাস সারাদিন বজায় থাকে।
অনেক সময় দেখা যায় কব্জির পিছনে পারফিউম স্প্রে করে তা ঘষে নিতে। এটা কিন্তু ভুল পদ্ধতি। এতে দ্রুত পারফিউম উবে যাবে। সঙ্গে উবে যাবে গন্ধও।
এছাড়া কোন পারফিউম ব্যবহার করা হচ্ছে তাও গুরুত্বপূর্ণ। পারফিউমের ঘনত্বের ওপর নির্ভর করে তার গন্ধের স্থায়িত্ব। তাই সেটাও দেখে নেওয়া ভাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা