মোষের ভালবাসা, প্রাণে বাঁচল কচ্ছপ
মায়া মমতা জিনিসটা প্রাণিদের মধ্যে ভরপুর রয়েছে তা ফের একবার প্রমাণ হল। এক মোষের ভালবাসায় কার্যত জীবনের কঠিন সময় থেকে বার হয়ে এল এক কচ্ছপ।
প্রাণিকুলে তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। তাই তারাই নানা সময়ে একে অপরের প্রতি ভালবাসার হাত বাড়িয়ে দেয়। কেউ কাউকে কিছু বলতে পারেনা ঠিকই। তবে তাদের কারও বুঝতে অসুবিধা হয়না অন্যের অবদান। যেমনটা একটি কচ্ছপের জীবনে ঘটে গেল।
কোনওভাবে কচ্ছপটি গিয়েছিল উল্টে। উল্টে যাওয়া কচ্ছপের পক্ষে সোজা হওয়া এক কঠিন কাজ। অনেক চেষ্টা করছিল বটে সে। তবে সফল হচ্ছিল না। এভাবে উল্টে থাকা এবং সোজা না হতে পারা তার জীবনে এক কঠিন সময় ডেকে এনেছিল। যা নজরে পড়ে এক মোষের।
অতিকায় মোষটি ছোট্ট উল্টে যাওয়া কচ্ছপটার দিকে এগিয়ে আসে। অনেকেরই মনে হয়েছিল কচ্ছপটার বোধহয় এবার ভবলীলা সাঙ্গ! কিন্তু যা হল তা দেখে হতবাক সকলেই।
মোষটি এসে তার মাথাটি নিচের দিকে নামিয়ে আনে। তারপর তার শিং দিয়ে কচ্ছপটিকে সোজা করার চেষ্টা চালাতে থাকে। অতটা নিচু হয়ে শিং দিয়ে কচ্ছপকে সোজা করা তার জন্যও এক অতি কঠিন কাজ ছিল। কিন্তু হাল না ছেড়ে সে কচ্ছপটিকে কিছুক্ষণের চেষ্টায় ফের উল্টে দেয়। এ যাত্রায় রক্ষা পায় কচ্ছপটি।
মোষের ভালবাসায় যে সে আপ্লুত তা হয়তো ভাষায় প্রকাশ সে করতে পারল না। কিন্তু বুঝতেও অসুবিধা হল না কারও। পুরো ভিডিওটি রিট্যুইট করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আধিকারিক সুশান্ত নন্দ। যা দেখে অনেকেরই একবারে আশ মিটছে না। বারবার সেটি দেখছেন সকলে।