Lifestyle

এবার দেশেই তৈরি হল ইগলু, ইগলুর পেটে তৈরি হল আর এক আকর্ষণ

আমাদের দেশে ইগলু! শুনলে চমকে ওঠাই স্বাভাবিক। কিন্তু সেটাই হয়েছে। তৈরি করা হয়েছে একটি ইগলু। এটিই দেশের প্রথম ইগলু হিসাবে বইয়ের পাতায় জায়গা করে নিল।

ইগলু জিনিসটা কি তা বহু মানুষ জানতে পারেন ভূগোল পড়তে গিয়ে। সেখানেই মেরুপ্রদেশের মানুষজনের বাসস্থান হিসাবে ইগলুর ব্যবহার জানা যায়।

বরফের তৈরি অনেকটা গোলাকার তাঁবুর মত দেখতে এই ঘরেই মানুষ থাকেন। বরফের রাজ্যের সেই ইগলু এবার তৈরি হল ভারতে। কাশ্মীরের বরফে ঢাকা গুলমার্গে তৈরি করা হয়েছে একটি ইগলু।


ভারতে এই প্রথম ইগলু তৈরি হল। সেদিক থেকে ইতিহাস গড়েছে এই ইগলু। এখন সকলের জিজ্ঞাসা এটা হতেই পারে যে সেই ইগলুটিতে কি মানুষ থাকছেন? মানুষের আনাগোনা থাকলেও সেখানে স্থায়ীভাবে কেউ থাকছেন না। মানুষকে আনন্দ দিতেই তৈরি হয়েছে এই ইগলুটি।

৩৮ ফুট উচ্চতা ও ৪৪ ফুট ব্যাস বিশিষ্ট এই বিশাল ইগলু ব্যবহার হচ্ছে ক্যাফে হিসাবে। আসলে সুইৎজারল্যান্ড, কানাডা ও ফিনল্যান্ডে এই আইস ক্যাফের চল আছে। সেখান থেকেই ভাবনাটা আসে মাথায়।


এমনিতে ভারতে শীতের দিনে বরফের ওপর স্কি করার আদর্শ জায়গা ধরা হয় গুলমার্গকে। সেখানেই এই সময় ইগলু ক্যাফে যে শুধু একটা চমকই নয়, দারুণ ব্যবসাও তা বুঝতে অসুবিধা হয় প্রস্তুতকারকদের।

গত বছরও তারা এইভাবে শীতে ইগলু তৈরি করেছিল। কিন্তু তা ছিল নেহাতই ছোট। এ বছর তাই নজরকাড়া একটি ইগলু ক্যাফে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সংস্থা। বহু মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button