৮ ফুট লম্বা জিরাফটাকে দেখেই জিভে জল এসে গেল সকলের
দুলকি চালে লম্বা গলা নিয়ে যে প্রাণিটা সবুজ অরণ্যে ঘোরে তাকে এক নজরেই চেনা যায়। কিন্তু জিরাফ দেখে কারও জিভে জল আসে কি!
সবুজ অরণ্যে ঘোরা সবচেয়ে লম্বা প্রাণিটির নাম জিরাফ। লম্বা গলার জন্য তাকে সকলে চেনেন। ছোটদের কাছে তো বটেই এমনকি বড়দের জন্যও জিরাফ এক বিস্ময়।
এমন লম্বা গলার প্রাণি চিড়িয়াখানায় দেখে সকলে অবাক চোখে তাকিয়ে থাকেন বেশ কিছুটা সময়। জিরাফের এই সুউচ্চ চেহারা দেখে মানুষ মোহিত হতে পারেন, অবাক হতে পারেন, কিন্তু জিভে জল আসতে পারে কি!
উত্তর অবশ্যই পারে না। কারণ জিরাফ তো আর সুস্বাদু খাবার নয়। জিরাফের মাংসও কোনও জনপ্রিয় খাবার নয়। তা সত্ত্বেও ৮ ফুট ৩ ইঞ্চির জিরাফটা দেখে সকলের জিভে জল এসে গেল।
এই লম্বা জিরাফটি ইতিমধ্যে বিশ্বের অনেকের মন জয় করেছে। তবে এ জিরাফ রক্তমাংসের জিরাফ নয়। চকোলেটের জিরাফ।
শেফ এমাউরি গুইচো এমন নানা ধরনের প্রাণি বানাতে ভালবাসেন। অবশ্যই নানা সুস্বাদু খাবার দিয়ে। এবার তিনি তৈরি করলেন তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাণি। তাও আবার পুরোটাই চকোলেট দিয়ে।
গুইচো গলিত চকোলেট দিয়ে জিরাফের বিভিন্ন দেহাংশ তৈরি করে নেন প্রথমে। তারপর তা জুড়ে দেন এক এক করে। এর ওপর চকোলেট দিয়ে রং করে অবশেষে হুবহু জিরাফের চেহারা দেন। যা এক ঝলক দেখলে আসল জিরাফের সঙ্গে আলাদা করা মুশকিল।
চকোলেট জিরাফটি দেখে অনেকের জিভেই জল এসে যাচ্ছে। এই চকোলেট জিরাফ তৈরির ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে প্রায় ৮ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে।