রাজধানীতে ধূমপানের বিশ্বযুদ্ধ, জিততে গেলে মানতে হবে কঠোর নিয়ম
এ দেশেই বসতে চলেছে এক বিশেষ ধরনের ধূমপানের আসর। তাও আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ। জেতার জন্য মানতে হবে বেশ কয়েকটি শর্ত।
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এ নিয়ে কোনও দ্বিমত নেই। তবে এটাও ঠিক যে ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে সিগার রসিক মানুষের অভাব নেই।
সিগারে সুখটান দিতে অনেকেই পছন্দ করেন। সিগারেটের চেয়ে অনেকটাই ভিন্ন রূপী এই ভিন্ন তামাকের সিগার নিয়ে বহু মানুষের শৌখিনতাও রয়েছে।
এবারে সেই সিগারের প্রতি ভালবাসা থেকে মানুষজন হাজির হতে চলেছেন ভারতে। এখানেই ইন্ডিয়ান সিগার ক্লাব নামে সংগঠনের উদ্যোগে বসছে সিগার পানের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সিগারমোদী মানুষজন এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন।
প্রতিযোগিতার শর্তও বেশ কঠিন। প্রতিযোগীদের সিগার ধরানোর পর তার যে ছাই হবে তা ভাঙা চলবে না। পুরো ছাই লম্বা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ভেঙে পড়লে চলবে না। সেইসঙ্গে সিগারের ব্যান্ড পুড়লে চলবে না।
যে প্রতিযোগী সব শর্ত মেনে সিগারটি সর্বাধিক সময়ে শেষ করবেন, তিনিই হবে বিজয়ী। পুরো প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের কথা বলা হলেও আসলে এটি একটি বন্ধুত্বপূর্ণ লড়াই। মূল উদ্দেশ্য সিগার ভালবাসেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এমন মানুষজনকে একত্র করা।
যেখানে বিশ্বের সিগার প্রেমী মানুষজন নিজেদের পুরনো বন্ধুদের সঙ্গে মিলিত হবেন। আবার নতুন নতুন বন্ধুও তৈরি হবে এই জমায়েতে। সকলের একটি বিষয় এক, সকলেই সিগার প্রেমী। আগামী ২৪ জুলাই এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে দিল্লিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা