Lifestyle

১ সপ্তাহের মধ্যে দেশের মানুষের ওজন গড়ে দেড় কেজি করে বাড়ল

দেশের মানুষের গড় ওজন দেড় কেজি করে বেড়ে গেল। তাও আবার মাত্র ১ সপ্তাহে। কীভাবে এই অসম্ভব সম্ভব হল তাও জানাল রিপোর্ট।

ভারতীয়দের মাত্র ১ সপ্তাহে গড়ে দেড় কেজি করে ওজন বেড়েছে। যা চলতি বছরে কোনও সপ্তাহে ভারতীয়দের ওজন বাড়ার প্রশ্নে সবোর্চ্চ। যা অন্যদিকে যথেষ্ট চিন্তারও।

মাত্র ১ সপ্তাহের মধ্যে গড়ে দেশের মানুষের এই আচমকা ওজন বৃদ্ধিকে চিকিৎসকেরা ভাল নজরে দেখছেন না। কিন্তু কি এমন ঘটে গেল যে এক সপ্তাহের মধ্যে ভারতীয়দের ওজন গড়ে দেড় কেজি করে বেড়ে গেল? তার উত্তর রয়েছে রিপোর্টেই।


ভারতীয়দের জীবনে এই ওজন বৃদ্ধি ঘটেছে অক্টোবরের ২২ থেকে ২৭ তারিখের সময়কালে। ভাল করে ক্যালেন্ডারের দিকে নজর দিলেই বোঝা যাবে যে ওই সময়টায় দেশজুড়ে পালিত হয়েছে দিওয়ালী। আর দিওয়ালী মানেই মিষ্টিমুখ।

হিসাব বলছে কেবল দিওয়ালীর ওই একটি মাত্র সপ্তাহে দেশে মিষ্টি খাওয়া লাফ দিয়ে বেড়েছে ৩২ শতাংশ। যা অতি দ্রুত মানুষের ওজন বৃদ্ধির কারণ হয়েছে। আর ওই সপ্তাহেই ভারতীয়দের গড় ওজন মাথা পিছু দেড় কেজি করে বেড়ে গেছে।


গত ২ বছরে সেভাবে দিওয়ালী পালন করা সম্ভব হয়নি। ফলে এ বছর গত ২ বছরের না পাওয়া দিওয়ালীর আনন্দও একসঙ্গে উপভোগ করতে খামতি রাখেননি মানুষজন। আর সেই আনন্দ আয়োজনে হরেক রকম মিষ্টি ছিল প্রথমসারিতে।

তবে এতকিছুর পরেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ১ সপ্তাহে যেমন দেশের মানুষ গড়ে দেড় কেজি করে ওজন বাড়িয়েছেন, তেমন উৎসব কেটে যাওয়ার ১০ দিনের মধ্যে ওজন ঝরানোর ক্ষেত্রেও তৎপরতা দেখিয়েছেন। যা অবশ্যই ভাল লক্ষ্মণ বলে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button