
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি। কোপা ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হারের পরই আর্জেন্টিনার সংবাদমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন পাঁচ বারের বিশ্বসেরা ফুটবলার। চিলির সঙ্গে ফাইনালে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন মেসি। এরপর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ২৯ বছরের মেসি। দেশকে কাপ এনে দিতে না পারার কষ্ট যে তাঁকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা তাঁর মুখ দেখেই পরিস্কার। এবার কোপায় মেসি কিন্তু ফর্মেই ছিলেন। সেমিফাইনালে আমেরিকার বিরুদ্ধে তাঁর গোলগুলি দেখে পুরনো মেসিকে ছন্দে পায় আর্জেন্টিনা। ফলে মেসির কাঁধে ভর করে কোপা আমেরিকা ঘরে তোলার স্বপ্নে বিভোর ছিলেন সকলে। ফলে কাপ জেতানো নিয়ে মেসির ওপর চাপ ছিলই। খেলায় গোল করতে না পারা, টাইব্রেকারেও সুযোগ নষ্টে নিজের কষ্ট চেপে রাখতে পারেননি মেসি। অবসরের কথা জানিয়ে দেন তিনি। জানিয়ে দেন আর দেশের নীল সাদা জার্সিতে মাঠে নামবেন না। মেসির এই সিদ্ধান্তে হতবাক গোটা ফুটবল দুনিয়া।