আর্জেন্টিনার জার্সি গায়ে ফের দেখা যাবে লিওনেল মেসিকে। শনিবার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে এমনই ঘোষণা করা হয়েছে। তাদের দাবি, আর্জেন্টিনার নয়া কোচ বার্সিলোনায় গিয়ে মেসির সঙ্গে কথা বলার পর অবশেষে দেশের হয়ে খেলতে রাজি হয়েছেন মেসি। আর্জেন্টিনা ও তাঁর নীল-সাদা জার্সিকে তিনি ভীষণ ভালবাসেন বলে জানিয়েছেন ফুটবলের যুবরাজ। দেশের প্রতি গভীর টান থেকেই তিনি ফের দেশের হয়ে খেলতে চান বলেও জানিয়েছেন মেসি। ফলে ২০১৮ বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচে আর্জেন্টিনার জার্সি গায়ে এলএম ১০-কে ফের মাঠে দেখার সম্ভাবনা উজ্জ্বল। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ২৯ বছরের মেসি। পরে মাঠ থেকে বার হওয়ার সময় জল ভরা চোখে জানিয়ে দেন তিনি আর কোনওদিন আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন না। মেসির এই ঘোষণার পরই গোটা আর্জেন্টিনা জুড়ে তাঁর অনুরাগীরা তাঁকে ফিরে আসার অনুরোধ জানান। মেসিকে সিদ্ধান্ত বদলানোর জন্য অন্যান্য মহল থেকেও চাপ দেওয়া হতে থাকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। ছ’সপ্তাহ এভাবে কাটানোর পর অবশেষে সিদ্ধান্ত বদলে মেসির জাতীয় দলের হয়ে মাঠে নামার কথা ছড়িয়ে পড়তেই আর্জেন্টিনা জুড়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন হাজার হাজার ফুটবল অনুরাগী।
Read Next
Sports
October 12, 2024
ডিএসপি পদ, পুলিশের বড়কর্তা হলেন ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ
October 22, 2024
ক্রীড়াক্ষেত্রে বড় ধাক্কা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের পদকের আশা কমল
October 12, 2024
ডিএসপি পদ, পুলিশের বড়কর্তা হলেন ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ
October 3, 2024
নীরজ চোপড়ার মাকে চিঠি লিখে নিজের মায়ের রান্নার কথা জানালেন প্রধানমন্ত্রী
October 1, 2024
খেলবেন না বুঝিয়েও বছরের পর বছর খেলে যাচ্ছেন, ধোনিকে খোঁচা শাহরুখের
Related Articles
Leave a Reply