কর ফাঁকি মামলায় ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ আগেই দিয়েছিল আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আবেদন করেন মেসি ও তাঁর বাবা। কিন্তু সেই নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০০৭ সাল থেকে ২০০৯ সালের মধ্যে করফাঁকি কাণ্ডে বার্সিলোনার একটি আদালত গত বছর জুলাই মাসে মেসি ও তাঁর বাবার ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। সঙ্গে মোটা অঙ্কের জরিমানা। এদিন বার্সিলোনার সেই আদালতের রায়কেই বহাল রাখল স্পেনের সুপ্রিম কোর্ট। ২১ মাসের কারাদণ্ডের পাশাপাশি মেসিকে ১.৭৫ মিলিয়ন ইউরোও জরিমানা হিসাবে প্রদান করতে হবে।
তবে আর্জেন্টিনার সুপারস্টারকে হয়তো কারাবাসটা করতে হচ্ছে না। কারণ স্পেনের আইন হল, হিংস্র নয় এমন অপরাধের ক্ষেত্রে যদি সাজা ২ বছরের কম হয় এবং সেই অপরাধ প্রথমবারের জন্য হয় তবে কারাবাস করতে হয় না। প্রথমবারের অপরাধ হিসাবে অপরাধীকে আর একটা সুযোগ দেওয়া হয়। আইনের এই ফাঁক গলেই আপাতত কারাবাস এড়াতে পারবেন বার্সিলোনার বড় ভরসা লিওনেল মেসি।