কদিন আগেই শেষ হয়েছে কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার বছর সেরা বাছাইয়ের এই প্রতিযোগিতায় এবার বিজয়ী হয়েছে ব্রাজিল। সেই প্রতিযোগিতা এবার সাজানোই হয়েছিল ব্রাজিলকে জেতাতে। এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিশ্ব ফুটবলের মহাতারকা তথা আর্জেন্টিনার প্রধান ভরসা লিওনেল মেসি। মেসি আরও বলেন, সেমিফাইনালে তাঁদের বিরুদ্ধে রেফারি একপেশে খেলিয়েছেন। এমনকি চিলির বিরুদ্ধে ম্যাচেও তাঁকে লাল কার্ড দেখানোর বিরুদ্ধে সোচ্চার হন মেসি। তার ফলও ভুগতে হল তাঁকে।
দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন ‘কনমেবল’-এর বিরুদ্ধে এভাবে মুখ খোলায় মেসিকে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়েছে। তাঁকে দেড় হাজার ডলার জরিমানা করেছে সংস্থা। এছাড়া চিলির বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখায় মেসি একটি ম্যাচের জন্য সাসপেন্ডও হয়েছেন। ফলে এরপর আর্জেন্টিনা যে ম্যাচ খেলতে নামবে সেই ম্যাচে তাদের মেসিহীন হয়েই নামতে হবে। মেসিকে বসে থাকতে হবে সাইড লাইনে।
জরিমানার অঙ্ক হয়তো মেসির পূরণ করতে সমস্যা হবেনা। কিন্তু যেটা বড় সমস্যা সেটা হল ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য যে কোয়ালিফাইং ম্যাচ হবে তার প্রথম ম্যাচে মেসি আর্জেন্টিনার হয়ে নামতে পারবেন না। সেটাই আর্জেন্টিনার জন্য বড় চিন্তার কারণ হল। এখন আর্জেন্টিনা দলটা অনেকটাই মেসির ভরসায় চলছে। ফলে মেসি না থাকাটা তাদের ভোগাতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা