
গত পয়লা জুলাই বেড়েছিল ১ টাকা ৯৮ পয়সা। তার ঠিক ১ মাস পর পয়লা অগাস্ট বাড়ল ১ টাকা ৯৩ পয়সা। ১ মাসের ব্যবধানে পরপর ২ বার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ল। ভর্তুকি কমানোর লক্ষ্যেই এই দাম বৃদ্ধি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডারে যে রান্নার গ্যাস বাড়ি বাড়ি আসে সেই গ্যাস সিলিন্ডারের ওপর থেকে ভর্তুকি তুলতে বদ্ধ পরিকর কেন্দ্র। সেজন্য অনুরোধে তেমন সাড়া না মেলায় এবার কার্যত গ্রাহকদের বাধ্যতার পথে হাঁটানোর চেষ্টা করছে তারা। তাই প্রতি মাসেই সিলিন্ডার পিছু ২ টাকার মত করে বাড়ানো শুরু হল বলেই মনে করছে সকলে। এমনকি সামনের ১০ মাস কেরোসিনের লিটার প্রতি ২৫ পয়সা করে বাড়ানোর ব্যাপারেও তেল সংস্থাগুলিকে অনুমোদন দিয়ে দিয়েছে কেন্দ্র। সব মিলিয়ে গৃহস্থের হেঁশেলে টান পড়ার সব ব্যবস্থাই পাকা করতে চাইছে কেন্দ্র বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিকে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারে মানুষকে আকৃষ্ট করতে তার দাম ৫০ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে।