দোলের আগে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
আর কিছুদিনের মধ্যেই দেশজুড়ে পালিত হবে রংয়ের উৎসব হোলি। তার আগেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। চলতি বছরে ২ বার বাড়ল দাম।
মার্চ মাস মানেই বসন্তের দিন। আর বসন্ত মানেই রংয়ের উৎসব হোলি বা দোল। সেই উৎসবের মরসুমের আগেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি রান্নার গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম ২৫ টাকা করে বাড়িয়েছে। যা ১ মার্চ থেকে লাগুও হয়েছে।
এই দাম বৃদ্ধি ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। যার জেরে দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের নতুন দাম হয়েছে কলকাতায় ১ হাজার ৯১১ টাকা, দিল্লিতে ১ হাজার ৭৯৫ টাকা, মুম্বইতে ১ হাজার ৭৪৯ টাকা এবং চেন্নাইতে ১ হাজার ৯৬০ টাকা। এই দাম বৃদ্ধির জেরে উৎসবের আগে হোটেল, রেস্তোরাঁয় খাবার খরচ আরও বাড়ল।
অন্তর্বর্তী বাজেট পেশের আগে ১ ফেব্রুয়ারি ১৯ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেবার বেড়েছিল সিলিন্ডার প্রতি ১৪ টাকা করে। এবার ফের বাড়াল দাম। এবার বাড়ল ২৫ টাকা করে।
তবে আমজনতার হেঁশেলে এর প্রভাব পড়ছে না। কারণ ১৪.২ কেজির যে সিলিন্ডার সাধারণ মানুষ বাড়িতে ব্যবহার করেন তার দামে কোনও পরিবর্তন হয়নি।
সেই সিলিন্ডারের দাম কলকাতায় ৯২৯ টাকাই থাকছে। তাই সরাসরি এই দাম বৃদ্ধি দেশের আমজনতার পকেটে কোনও প্রভাব ফেলছে না।
তবে দোকানে গিয়ে খাবার পরিকল্পনা থাকলে একটু বেশি দাম দিলেও দিতে হতে পারে। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রভাব দোকানে খাবারের দামে পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।