গ্যাসের সিলিন্ডারের রং লাল হয় কেন
গ্যাস সিলিন্ডার তো বাড়িতে সকলেই দেখেছেন। কখনও ভেবে দেখেছেন গ্যাস সিলিন্ডারের রং লালের বদলে সবুজ, হলুদ, কমলা, নীল বা অন্য কোনও রংয়ের হয়না কেন।
গ্যাস সিলিন্ডার এখন ধনী দরিদ্র নির্বিশেষে অধিকাংশ পরিবারের রান্নার একমাত্র জ্বালানির উৎস। এখন আর কেউ উনুনে রান্নার কথা ভাবতে পারেননা।
যেসব গ্যাস সিলিন্ডার বাড়িতে ব্যবহার হয় বা যেগুলি হোটেল, রেস্তোরাঁয় ব্যবহার হয় তাতে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি-র পরিমাণ আলাদা হতে পারে, কিন্তু সিলিন্ডারের রং হয় সেই লাল।
লাল রংয়ের ছাড়া অন্য রংয়ের গ্যাস সিলিন্ডার কেউ দেখেননি। কিন্তু কেন সবুজ, নীল, হলুদ বা অন্য কোনও রংয়ের হয়না গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার লাল হওয়ার পিছনে রয়েছে একাধিক কারণ।
লাল হল সতর্কতার রং। কাউকে সতর্ক করতে গেলে বা বিপদ সম্বন্ধে জানাতে গেলে লাল রং ব্যবহার করা হয়। যেহেতু গ্যাস সিলিন্ডার একটি স্পর্শকাতর বস্তু। যার ভুল ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। তাই মানুষকে ঝুঁকি সম্বন্ধে সতর্ক করতে লাল রং ব্যবহার করা হয়।
তাছাড়া লাল এমন একটা রং যা বহু দূর থেকেও নজর কাড়ে। দূরেও গ্যাস সিলিন্ডার রয়েছে এটা মানুষকে জানান দিতে এবং সে সম্বন্ধে সতর্ক করতে এই লাল রং দৃষ্টি আকর্ষণে সাহায্য করে।
যাতে কেউ এমন কিছু না করেন যা থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ার সামান্য সম্ভাবনাও থেকে যায়। তাই গ্যাস সিলিন্ডার সম্বন্ধে সকলকে সতর্ক করতেই সিলিন্ডারের গায়ে অন্য কোনও রংয়ের প্রলেপ না দিয়ে লাল রং করা হয়।