এপ্রিলের শুরুতেই অনেকটা কমল গ্যাসের দাম
এপ্রিলের শুরুতেই গ্যাস নিয়ে সুখবর সামনে এল। অনেকটা কমল গ্যাসের সিলিন্ডারের দাম। তেল সংস্থাগুলির তরফে এই দাম কমার কথা জানানো হয়েছে।

গ্যাসের দাম নিয়ে বড় সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি। ১ এপ্রিলেই গ্যাসের দাম অনেকটা কম। সিলিন্ডার পিছু ৪১ টাকা করে দাম কমানো হয়েছে। ফলে ১৯ কেজির সিলিন্ডারের দাম অনেকটাই কমল। অবশ্যই এটা সুখবর।
তবে সাধারণ গৃহস্থ মানুষদের এ থেকে সরাসরি কোনও উপকার হচ্ছেনা। কারণ বাড়িতে যে গ্যাস সিলিন্ডার ব্যাবহার হয় তার ক্ষেত্রে কোনও দামের হেরফের করেনি তেল সংস্থাগুলি। বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামেই এই হ্রাস করা হয়েছে।
ফলে দোকান থেকে শুরু করে বাণিজ্যিক কারণে যাঁরা গ্যাস ব্যবহার করেন তাঁদের কিছুটা সাশ্রয় হবে। সাধারণ মানুষ যে দামে গ্যাস সিলিন্ডার কিনছেন তাঁদের সেই দামেই কিনতে হবে। এক্ষেত্রে দাম না কমেছে, না বেড়েছে।
প্রসঙ্গত বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত গ্যাসের দাম গত ফেব্রুয়ারিতে ৭ টাকা কমেছিল। আবার গত ডিসেম্বরে ৬২ টাকা বেড়েছিল। এপ্রিলে এসে আবার সিলিন্ডারের দাম কমার ফলে মূলত হোটেল, রেস্তোরাঁ, খাবারের ছোট দোকানের উপকার হল। আর সাধারণ মানুষ দাম কমার সুবিধা না পেলেও তাঁদের দাম বাড়ার ধাক্কার মুখেও পড়তে হয়নি।
এখানে একটি বিষয় মনে রাখা দরকার যে তেল সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা করে কমালেও ভারতের বিভিন্ন রাজ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কিন্তু এক হয়না। রাজ্যের কর কাঠামো এবং সিলিন্ডার পরিবহণের খরচের ওপর নির্ভর করে প্রতিটি রাজ্যে বাণিজ্যিক সিলিন্ডারের দাম নির্ধারিত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা