লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম, রেহাই নেই উজ্জ্বলা গ্রাহকদেরও
এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। ফলে মধ্যবিত্তের হেঁশেলে রান্নার খরচ বাড়ল। এমনকি উজ্জ্বলা যোজনার অন্তর্গতদেরও এই ধাক্কা সামলাতে হবে।

গত কয়েক মাসে রান্নার গ্যাসের দাম বেড়েছে বা কমেছে। তবে সেটা প্রযোজ্য হয়েছিল কেবল বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে। সাধারণ মানুষের হেঁশেলে যে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার থাকে তার দামে হেরফের হয়নি।
তবে এবার নয়া অর্থবর্ষের শুরুতেই এক ধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। প্রতি পরিবারে যে ১৪.২ কেজির সিলিন্ডার থাকে সেই সিলিন্ডারের দাম ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। একথা এদিন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
এক্ষেত্রে ভর্তুকি যুক্ত হোন বা ভর্তুকি বহির্ভূত, সব গ্রাহকের ক্ষেত্রেই এই উপরি ব্যয়ভার চাপল। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-র আওতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস যাঁরা পেয়ে থাকেন, তাঁদেরও যে টাকা দিয়ে গ্যাস কিনছিলেন তার ওপর আরও ৫০ টাকা করে বেশি প্রদান করতে হবে।
রান্নার গ্যাসের এই দাম বৃদ্ধি ৮ এপ্রিল থেকে প্রযোজ্য বলে জানিয়ে দেওয়া হয়েছে। এপ্রিলের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ৪১ টাকা করে কমিয়েছিল তেল সংস্থাগুলি।
তাতে সরাসরি সাধারণ মানুষের উপকার তেমন হয়নি। তবে তাঁদের ১৪.২ কেজির সিলিন্ডারের দামে হেরফেরও হয়নি। এবার কিন্তু ৫০ টাকা বেশি দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হবে।
অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সুবিধাপ্রাপ্তদের ৫০০ টাকার বদলে এবার গ্যাসের সিলিন্ডার পিছু ৫৫০ টাকা করে দিতে হবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে রান্নার গ্যাসের দাম প্রতি ১৫ থেকে ৩০ দিনে খতিয়ে দেখা হবে।