মধ্যবিত্তের কপালের ভাঁজ আরও পুরু করে বছরের প্রথম দিনেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। শহর ভিত্তিতে দাম বাড়ার অঙ্কে সামান্য হেরফের রয়েছে। এই নিয়ে টানা ৫ মাসে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ১৪.২ কেজির যে সিলিন্ডার সাধারণত গৃহস্থ পরিবারের জন্য দেওয়া হয় তার দাম বাড়ানো হয়েছে। ফলে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হয়েছে ৭৪৭ টাকা। এবার বাড়ল সাড়ে ২১ টাকা। ১ জানুয়ারি থেকেই এই নয়া বর্ধিত মূল্য কার্যকর হয়েছে।
কলকাতায় সাড়ে ২১ টাকা বাড়ালেও দিল্লিতে বেড়েছে ১৯ টাকা। আর মুম্বই শহরে বেড়েছে সাড়ে ১৯ টাকা। ফলে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের নতুন দাম হয়েছে ৭১৪ টাকা। সব মিলিয়ে দাম এই নিয়ে টানা ৫ মাস বাড়ল। যা বহু মধ্যবিত্তের মাথায় হাত ফেলেছে। বছরের প্রথম দিনেই এই খবর খুশির আমেজে কিছুটা হলেও চোনা ফেলেছে। এভাবে টানা বাড়তে থাকলে কোথায় গিয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম থামবে? অনেকেই সে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
এখন ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসও মেলে। কিন্তু সেক্ষেত্রে একটি কনজিউমার নম্বরের ক্ষেত্রে বছরে ১২টি সিলিন্ডার মেলে ভর্তুকিতে। তার চেয়ে বেশি যদি ১ বছরের মধ্যে পেতে হয় তাহলে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম দিয়েই কিনতে হয় সেটি। অনেক পরিবারের আর্থিক বছরের শেষের দিকে এসে সিলিন্ডার ১২টির বেশি হয়ে যায়। তাঁদেরও এই দাম বাড়ার প্রত্যক্ষ প্রভাব ভোগ করতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা