আশ্চর্য গাছ, ফুল ফল ছাড়াই অভিনব উপায়ে জন্ম দেয় নতুন গাছের
পৃথিবীতে সব গাছ তার ফুল বা ফলের ওপর নির্ভর করে নতুন গাছের জন্ম দেওয়ার জন্য। কিন্তু এ গাছ একদম অন্যভাবে নতুন গাছের জন্ম দেয়।
নতুন গাছ জন্মের জন্য যে বীজ লাগে তা একাধিক গাছের প্রকৃতিগত মিলনে সৃষ্টি হয়। ফুল ফলের হাত ধরে সব গাছ তার নব্য প্রজন্মের জন্ম নিশ্চিত করে। কিন্তু এ পৃথিবীতে এমনও গাছ আছে যে এসবের তোয়াক্কা করে না। এমনকি তার নতুন প্রজন্ম তার বীজ থেকেও তৈরি হয়না।
এ গাছ পৃথিবীর একটিমাত্র দেশেই দেখতে পাওয়া যায়। তাই তা বিরল প্রজাতির গাছের তালিকাতেও পড়ে। কিন্তু কীভাবে এ গাছ আর একটি নতুন গাছের জন্ম দেয়? এটা বেশ চমকপ্রদ।
‘লোমেশিয়া তাসমানিকা’ নামে এই গাছ সাধারণের কাছে পরিচিত ‘কিংস হোলি প্লান্ট’ নামে। যার বাংলা করলে দাঁড়ায় রাজার পবিত্র বৃক্ষ।
এই গাছ যখন নতুন গাছের জন্ম দেবে বলে স্থির করে তখন তার গাছ থেকে ডাল ভেঙে মাটিতে পড়ে। সেই গাছের ভেঙে পড়া ডাল থেকে ক্রমে মূল বার হয়।
যা মাটিতে প্রবেশ করে সেই ভাঙা ডাল থেকে নতুন গাছের সৃষ্টি করে। এভাবে এই গাছের ভাঙা ডাল আর একটি নতুন গাছের জন্ম দেয়। কোনও বীজ নয়।
এ গাছ থেকে তাই ডাল ভেঙে পড়া কোনও সাধারণ বিষয় নয়। তার সঙ্গে জড়িয়ে থাকে নতুন গাছের জন্মও। এই গাছ পোকামাকড়ের সংক্রমণ থেকে নিজেকে সহজে রক্ষা করে উঠতে পারেনা।
তাই এই গাছ এখন পৃথিবীতে বিরল প্রজাতির মধ্যে পড়ে। খুব কম কিংস হোলি প্লান্ট রয়ে গেছে এ বিশ্বে। একমাত্র তাসমানিয়াতেই এই গাছ দেখতে পাওয়া যায়।