World

৬৯৪ কোটি টাকার ছবির ওপর স্যুপ ঢেলে প্রতিবাদ

বিশ্বের অন্যতম সেরা চিত্রকরদের একজন ভিনসেন্ট ভ্যান গগ। তাঁর অন্যতম সেরা ছবির ওপর স্যুপ ঢেলে প্রতিবাদ জানালেন ২ প্রতিবাদী।

এমনটা যে হতে পারে সেটাই হয়তো কেউ কল্পনা করতে পারেননি। লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে দর্শকদের দেখার জন্য দেওয়ালে শোভা পাচ্ছে পৃথিবী বিখ্যাত চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের আঁকা বিখ্যাত ছবি সানফ্লাওয়ার্স। যে ছবিটির দাম এখন ভারতীয় মুদ্রায় ৬৯৪ কোটি টাকা!

যে ছবির দাম শুনলে মাথা ঘুরে যেতে পারে সেই পৃথিবী বিখ্যাত ছবির সামনে এসে দাঁড়ান ২ প্রতিবাদী। যাঁদের টিশার্টে লেখা ছিল জাস্ট স্টপ অয়েল।


এই সংগঠনের ২ প্রতিনিধি হিসাবে আসা ওই ২ তরুণী আচমকাই হাইঞ্জ টমেটো স্যুপ ঢেলে দেন ভ্যান গগের সানফ্লাওয়ার্স-এর ওপর। বাঁধানো ক্যানভাসের ওপর লেপ্টে যায় স্যুপ।

আঁকার ওপর দিয়ে গড়াতে থাকে সেটি। যা দেখে মানুষজন কার্যত হতবাক হয়ে যান। ভ্যান গগের ছবির ওপর টমেটো স্যুপ, ভাবতেই পারছিলেননা কেউ।


যদিও এটা পরিস্কার নয় যে ছবিটির ওপর কোনও কাচের আস্তরণ ছিল কিনা। যদি থাকে তাহলে বেঁচে যেতে পারে একটি ইতিহাস। আর যদি না থাকে তাহলে এক অনন্য সৃষ্টির ইতিহাসের মৃত্যু হল এদিন।

ওই ২ প্রতিবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের দাবি, ছবির মূল্য কি মানুষের থেকেও বেশি? কোনটা বেশি প্রয়োজন, ছবি না মানুষ? যদিও তাঁদের এই দৃষ্টিকোণকে তুলে ধরতে ভ্যান গগের ছবির ওপর স্যুপ ঢালাকে মেনে নিতে পারছেন না বিশ্বের অধিকাংশ মানুষ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button