World

নিত্যপ্রয়োজনীয় জিনিসের বিশাল দোকানে কমলা রঙ ঢেলে দিলেন যুবক

ঝাঁ চকচকে এক দোকান। নিত্যপ্রয়োজনীয় হাজারো জিনিসে ভরা। সেই স্টোরকে তাঁদের প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়ার স্থান হিসাবে বেছে নিলেন প্রতিবাদীরা।

এ দোকান শুধু শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানেই নয়, শহরের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান হিসাবেই এটি পরিচিত। লম্বা দোকানের সামনেটা টানা কাচের। লম্বা চলে গেছে। সেই কাচের গায়ে কমলা রং স্প্রে করে দিচ্ছেন এক ব্যক্তি।

সুন্দর করে সাজানো দোকানের কাচ ভরে যাচ্ছে কমলা রঙে। নষ্ট করে দেওয়া হচ্ছে দোকানের সৌন্দর্য। যাকে প্রতিবাদ হিসাবেই দেখছেন ওই যুবক। হাতে থাকা একটি বড় জেরিকেনের মত জিনিসে থাকা কমলা রং একটি স্প্রেয়ার দিয়ে রং করে চলেছেন ওই যুবক।


ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি, যা সাধারণভাবে পেট্রোল, ডিজেলকে মনে করা হয়, তার আর ব্যবহার চাইছেন না কিছু মানুষ। তাঁরা এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে উদ্যোগী। আর সেই বার্তা পৌঁছে দিতে তাঁরা অভিনব সব প্রতিবাদের ধরন খুঁজে বেড়াচ্ছেন।

লন্ডনের হ্যারডস শোরুমের সামনের কাচ কমলা রঙ দিয়ে ভরিয়ে দিয়েছেন জাস্ট স্টপ অয়েল সংগঠনের সদস্যরা। ওই ডিপার্টমেন্টাল স্টোরের সুরক্ষাকর্মীরা ছুটে এসে ওই যুবককে রঙ করা থেকে যতক্ষণে বিরত করেন ততক্ষণে অনেকটা কাচই কমলা হয়ে গিয়েছে।


এমন এক প্রতিবাদ দেখে লন্ডনের বাসিন্দা হতবাক। একেই ব্রিটেনের রাজনৈতিক অচলাবস্থা নিয়ে যথেষ্ট চিন্তায় সেখানকার সাধারণ মানুষ। তারওপর এমন ধরনের প্রতিবাদ তাঁদের আরও অস্থির করছে। এদিকে জাস্ট স্টপ অয়েল সংগঠনের সদস্যরা বিভিন্ন জায়গায় অভিনব প্রতিবাদে তাঁদের আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েই চলেছেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button