SciTech

অবিকল মানুষের মত, নতুন উচ্চারণ নকল করতে পারে ছাগলরাও

এই প্রাণি উচ্চারণ নকল করতে পারে। অবশ্যই তাদের নিজেদের উচ্চারণ। তবে তা বেশ অন্যভাবে নকল করে। কারণও একদম অন্যরকম।

মানুষের ধারেকাছেই এদের বাস। গৃহপালিত পশুদের দলে তারা প্রথম তালিকাতেই রয়েছে। এরা কিন্তু নিজেদের মধ্যে উচ্চারণ আদানপ্রদান করতে পারে। অবশ্যই তা তাদের মেলামেশার ওপর নির্ভর করে।

কারণ এরা যখনই তাদের চেনা পরিচিত ছাগল ছাড়াও অন্য ছাগলদের সঙ্গে একত্র হয় তখন অন্য ছাগলের বিভিন্ন ডাক তারা নকল করে নেয়। ফলে তারাও সেই উচ্চারণ করতে পারে।


ছাগল কথা বলতে পারেনা। তবে নানারকম শব্দ করতে পারে। তাদের সমাজে সেটাই উচ্চারণ। সেই উচ্চারণের মাধ্যমে তারা তাদের বক্তব্য পেশ করতে পারে।

অবশ্যই যা সহজেই বুঝতে পারে তাদের সমাজ। কিন্তু এরা অন্য ছাগলের কাছে নতুন ডাক শুনলে তা নকল করতে পারে। আর সেভাবেই নতুন করে শব্দ করতে শিখে যায়।


লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই বিষয়টি নিয়ে গবেষণা করেন। তাঁরাই প্রথম বুঝতে পারেন যে ছাগলরা নিজেদের মধ্য বিভিন্ন উচ্চারণে ভাব আদান প্রদান করে। অন্য ছাগলের থেকে নতুন ডাক তারা শুনে নকল করে নেয়।

তাদের মনে রাখার ক্ষমতাও যথেষ্ট বলেই জানান বিজ্ঞানীরা। ছাগলরা নতুন পরিবেশে গেলে তাদের ডাকও বদলে যায়। যা গবেষকদের নজর কাড়ে।

নতুন কোনও জায়গায় গেলে তারা সেখানকার ছাগলদের মত করে শব্দ করে ডাকে। যাতে তারা সেই নতুন পরিবেশে সকলের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button