ভগিনী নিবেদিতার ১৫০ তম জন্মবার্ষিকীতে লন্ডনের ২১ হাই স্ট্রিটে তাঁর বাড়িতে বসল ব্রিটিশ সরকারের হেরিটেজ ফলক ‘ব্লু প্লাক’। এই গর্বের মুহুর্তে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে ভারতের ডেপুটি হাই কমিশনার দীনেশ পট্টনায়কও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ব্রিটেন ও ভারতের মধ্যে আবেগ ও সংস্কৃতির সম্পর্ক রয়েছে। তাঁর কথায়, ভগিনী নিবেদিতা ভারতের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। স্বামী বিবেকানন্দ তাঁকে নতুন পরিচিতি দেন। দার্জিলিংয়ে তাঁর বাড়ি রায় ভিলা হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে। ‘এই পৃথিবীর একই মাটি, একই আকাশ-বাতাস’ গানটি পরিবেশন করে অনুষ্ঠানকে আরও সুন্দর করে তোলেন মুখ্যমন্ত্রী। ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর সঙ্গে ভারতে পা রাখার আগে উইম্বলডন স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ২১, হাই স্ট্রিটের এই বাড়িতে কিছুদিন ছিলেন ভগিনী নিবেদিতা।