একটি বাড়ি থেকেই মিলল ১ হাজারের ওপর আগ্নেয়াস্ত্র। তারমধ্যে কী নেই! হ্যান্ডগান থেকে পিস্তল সব মিলেছে এখানে। পুলিশ বাড়িতে হানা দেওয়ার পর একের পর এক অস্ত্র পেয়েছে আর জমা করেছে বাড়ির গাড়ি রাখার জায়গায়। একটি বাড়ি থেকে এত বিশাল পরিমাণ আগ্নেয়াস্ত্র এর আগে মাত্র একবারই মিলেছিল। বাড়িটি থেকে কেবল ১ হাজার আগ্নেয়াস্ত্র পাওয়াই নয়, সেখান থেকে অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। ফলে পুলিশের অনুমান অস্ত্র বিক্রি করার জন্যই এখানে রীতিমত লুকিয়ে চলছিল অস্ত্র কারখানা।
গত বুধবার লস অ্যাঞ্জেলস পুলিশ হোম্বি হিলসের ওই বাড়িতে হানা দেয়। পুলিশের কাছে খবর ছিল যে এখানে বেআইনিভাবে অস্ত্র তৈরি ও বিক্রি হয়। এমনই জানিয়েছে পুলিশ। সেই খবরের ভিত্তিতেই সেখানে হানা দেয় লস অ্যাঞ্জেলস পুলিশের বিশেষ বিভাগ। বাড়িতে ঢুকে তাদের চক্ষু চড়কগাছ! চারিদিকে অস্ত্র। অস্ত্র তৈরির সরঞ্জাম। একেবারে গুছিয়ে সেখানে অস্ত্রের বেআইনি কারখানা চলছিল।
পুলিশ বাড়িটি সিল করে দিয়েছে। তদন্ত চলছে। এর আগে ২০১৫ সালে ১ হাজার ২০০টি আগ্নেয়াস্ত্র একটি বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তারপর একটি বাড়ি থেকে এত বিশাল পরিমাণে অস্ত্র কখনও উদ্ধার হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা