
বাবা-মাকে গুলি করে হত্যা করার আগেই সে মেরে ফেলেছিল আরও ৩ জনকে। ওই ৩ জনকে যে তাঁদের ছেলেই খুন করেছে তা জানতেও পেরেছিলেন বাবা-মা। তবে কী সেজন্যই বাবা-মাকেও রাস্তা থেকে সরিয়ে দিল ছেলে? এখনও তা পরিস্কার নয়।
প্রথমে মার্কিন মুলুকের লিভিংস্টোনে এক পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা করে ২১ বছরের ডাকোটা থেরিয়ট। তারপর লুসিয়ানার গঞ্জালেজ শহরে তার বাড়িতে ফিরে বাবা-মাকেও গুলি করে মারে সে। ঠান্ডা মাথায় বাবা-মাকে গুলি করে মেরে সেখান থেকে চম্পট দেয় ডাকোটা।
পুলিশ যখন রক্তাক্ত অবস্থায় ডাকোটার বাবা-মাকে উদ্ধার করে তখনও ৫০ বছর বয়সী দম্পতির দেহে প্রাণ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি।
শহরের মেয়রের ধারণা ডাকোটার কাছে এত রসদ নেই যে খুব দূর পর্যন্ত পালাতে পারে। পুলিশ তাকে দ্রুত ধরে ফেলবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনও পুলিশের কাছে পরিস্কার নয়, ডাকোটা কেনই বা লিভিংস্টোনে ৩ জনকে হত্যা করল। কেনই বা পরে তার বাবা-মাকে খুন করল।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)