গাড়িতে বেড়াতে চায় হলুদ পেটের আগন্তুক, দেখেই লাফ মহিলার
গাড়িতে চড়ে বেড়াতে বেশ ভালোই লাগে। লং ড্রাইভ হলে তো কথাই নেই। তেমনই বেড়াতে একটি গাড়িতে চড়ে বসেছিল এক হলুদ পেটের আগন্তুক।
এক মহিলা নিজেই গাড়ি চালিয়ে একটি দোকানে পৌঁছন। গাড়ি রেখে দোকানে ঢোকেন। তারপর প্রয়োজনীয় কেনাকাটা করে দোকান থেকে বেরিয়ে ফিরে আসেন গাড়ির কাছে। গাড়িতে ঢুকে বসতে যাবেন এমন সময় তিনি দেখেন গাড়ির মাথার কাছ থেকে কিছু একটা ঝুলছে।
তাহলে কি বই বাঁধার দড়িটা তিনি ভুলে গাড়ির মধ্যে ঝুলিয়ে রেখেছিলেন? মনে পড়েনা মহিলার। কিন্তু সে চিন্তা ক্ষণিকের। দ্রুত তিনি বুঝতে পারেন ওটা কোনও দড়ি নয়।
ওটা একটা সাপ। যার পেটের কাছটা হলুদ। সাধারণত এ সাপ জলে থাকে। কিন্তু এক্ষেত্রে সেটি জলে না থেকে গাড়িতে চড়ে বেড়াতে উঠে পড়েছিল ওই মহিলার গাড়িতে।
সাপ বুঝতে পারার অপেক্ষা। তারপরই গাড়ি থেকে আর্তনাদ করে ছিটকে বেরিয়ে আসেন ওই মহিলা। আশপাশের লোকজনকে জানান কি হয়েছে।
সব শোনার পর তাঁদেরই মধ্যে একজন এগিয়ে আসেন সাহায্যের জন্য। তিনিই গাড়ির মধ্যে ঢুকে সেখান থেকে সাপটিকে বার করে আনেন। তারপর সেটিকে নিয়ে গিয়ে কাছের একটি ঝোপে ছেড়ে দেন।
গাড়ি চড়ে যে একটু বেড়াবে, সে মনের ইচ্ছা সাপের অপূর্ণই রয়ে গেল। তবে হাঁফ ছেড়ে বাঁচেন মহিলা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায়।
ওই মহিলা জানিয়েছেন যেখানে তিনি গাড়িতে সাপ দেখতে পান সেখানে নিশ্চয়ই সাপের উপদ্রব রয়েছে। যাঁরা গাড়ি নিয়ে ওখানে যাচ্ছেন তাঁদেরও সতর্ক করেছেন ওই মহিলা।