ঘড়িতে রাত ১০টা ৫২ মিনিট। রাখিপূর্ণিমার ঝলমলে গোল চাঁদের একটা কোণায় কোথা থেকে যেন হাজির হল ছোট্ট কালো ছায়া। সেই কালো ছায়া ক্রমশ গ্রাস করতে থাকল পূর্ণিমার চাঁদকে। একসময়ে বেশ খানিকটা পেটে চলে গেল সেই কালো ছায়ার। এই কালো ছায়া আসলে আমাদের পৃথিবীরই ছায়া। যা এদিন রাতে ঘণ্টা দু’য়েকের জন্য গিয়ে পড়ল চাঁদের ওপর।
চাঁদ আর সূর্যের মাঝে পৃথিবী এসে পড়ায় এই কাণ্ড। যাকে সকলেই জানে চন্দ্রগ্রহণ নামে। এক লাইনে সূর্য, পৃথিবী আর চাঁদ এসে পড়লে হত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এদিন একলাইনে না আসায় হল আংশিক চন্দ্রগ্রহণ। এ বছরে এটাই প্রথম চন্দ্রগ্রহণ। যা দেখা গেল এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে। মহাজাগতিক এই বিস্ময় অনেকেই এদিন চুটিয়ে উপভোগ করেন।