মহাজাগতিক বিস্ময়, রাতের আকাশে দেখা যাবে ফ্লাওয়ার মুন বা ফুল চাঁদ
রাতের আকাশে দেখা মিলতে চলেছে ফ্লাওয়ার মুনের। যেখান যেখান থেকে তা দেখা যাবে সেখানকার মানুষজন এখন উঁচিয়ে আছেন কখন কাটবে আর কিছু ঘণ্টা।
মহাজাগতিক নানা ঘটনা তো ঘটেই চলেছে। পৃথিবী থেকে তার অতি সামান্যই নজরে পড়ে। যা দেখা যায় তা তাই ছাড়তে চান না এমন সব মহাজাগতিক ঘটনা নিয়ে কৌতূহলী মানুষজন।
এবার যেমন অনেকেই অপেক্ষায় রয়েছেন ফ্লাওয়ার মুন দেখার আশায়। পুষ্প চন্দ্র উদ্ভাসিত হতে চলেছে ১৫ মে রবিবার। তবে সবাই চাইলেও এই ঘটনা প্রত্যক্ষ করতে পারবেননা।
১৫ মে যে ফ্লাওয়ার মুন দেখা যেতে চলেছে তা চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যাকে কয়েকটি নামে ডাকা হয়। যার মধ্যে রয়েছে ফ্লাওয়ার মুন, ব্লাড মুন বা সুপার মুন।
এটি দেখার জন্য অবশ্য সূর্যগ্রহণের মত বিশেষ চশমা লাগবেনা। চন্দ্রগ্রহণে সেই সমস্যা নেই। খালি চোখে দিব্যি আকাশে চোখ রাখা যায়। আয়েশ করে দেখা যায় চাঁদের ওপর পৃথিবীর ছায়া কীভাবে বদলে দিয়েছে চাঁদের চেনা রূপ।
সব জায়গা থেকে এই বিরল বিস্ময় দেখা যাবেনা। এটি দেখা যাবে উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে। পৃথিবীর উত্তর গোলার্ধের মানুষের নজর কাড়বে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
উত্তর আমেরিকায় রাত সাড়ে ৯টায় শুরু হবে আংশিক গ্রাস। রাত সাড়ে ১০টা থেকে পূর্ণগ্রাস নজরে পড়বে। এরপর ফের আংশিকে ফিরবে গ্রহণ। যা শেষ হবে রাত ১টায়। তবে এই গ্রহণ ভারত থেকে দেখা যাবেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা