SciTech

দোলের দিন রং খেলবে চাঁদও, ভারতে কখন দেখা যাবে

দোল মানেই রংয়ের উৎসব। ধরিত্রী মেতে ওঠে রংয়ের খেলায়। এবার চাঁদও শামিল হবে রং খেলায়। নিজের মত রং খেলবে পূর্ণিমার চাঁদ।

মার্চে প্রতিবছরই দোলের রংয়ে মেতে ওঠে বাংলা। ভারত মেতে ওঠে হোলির রংয়ে। এবার ১৪ মার্চ দোল। রংয়ে মেতে উঠবেন সকলে। সেই দোলের দিন পৃথিবীর মত রংয়ের খেলায় মেতে উঠবে আকাশের চাঁদও। লাল রং দিয়ে হোলি খেলবে চাঁদ।

দোল মানেই পূর্ণিমার দিন। সেই দোল পূর্ণিমার চাঁদের ঔজ্জ্বল্য কিন্তু কিছুটা সময়ের জন্য হলে কমবে ওইদিন। কারণ ওইদিনই চাঁদ ঢাকা পড়বে পৃথিবীর ছায়ায়। হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।


২০২২ সালের পর এই প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। যখন চাঁদের ওপর পৃথিবীর ছাড়া পড়তে শুরু করবে, তখন চাঁদের যে অংশের ওপর পৃথিবীর ছায়া পড়তে থাকবে সেই অংশ লালচে দেখাবে।

ক্রমে যখন পুরো চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে, তখন হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সে সময় চাঁদের রং হবে লালচে বা মরচে লাল। একেই বলা হয় ব্লাড মুন বা রক্ত চাঁদ। যতক্ষণ চন্দ্রগ্রহণ স্থায়ী হবে ততক্ষণ মানুষ এই রক্ত চাঁদের বিরল দৃশ্য উপভোগ করতে পারবেন।


ভারতে এই দৃশ্য দেখা যাবে কি? এই চন্দ্রগ্রহণ যখন চলবে তখন উত্তর ও দক্ষিণ আমেরিকায় রাত। ফলে সেখানে সারারাত ধরেই তা প্রত্যক্ষ করার সুযোগ পাবেন সেখানকার বাসিন্দারা।

কিন্তু এই বিরল দৃশ্য ভারতের কোনও প্রান্ত থেকেই দেখা যাবেনা। কারণ চন্দ্রগ্রহণ যখন হবে তখন ভারতে সকাল। সকালের আলোয় চন্দ্রগ্রহণ দেখা সম্ভব নয়। তাই সেই সুযোগ মানুষ পাবেন না। তাই ভারতবাসীর কাছে দোলের দিন এই লাল চাঁদে চাঁদের দোল খেলা অধরাই থেকে যাবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button