SciTech

৫৮০ বছর পর আসছে সেই দিন, দেখা যাবে মহাজাগতিক বিস্ময়

৫৮০ বছরের অপেক্ষার শেষ। অবশেষে ফিরছে সেই দিন। সেই মহাজাগতিক বিস্ময় চাক্ষুষ করার সুযোগ পেতে চলেছেন বিশ্ববাসী। শীঘ্রই আসছে সেই বহুপ্রতীক্ষিত দিন।

৫৮০ বছর আগে এই দিনটা এসেছিল বিশ্ববাসীর সামনে। তারপর গোটা বিশ্বটাই বদলে গেছে। বিশ্ববাসীর কাছে ফের সেই মহাজাগতিক বিস্ময় চাক্ষুষ করার সুযোগ আসছে আগামী সপ্তাহেই। ৫৮০ বছর আগে যাঁরা আকাশের দিকে তাকিয়েছিলেন তাঁরা সেই বিরল দৃশ্য চাক্ষুষ করার সুযোগ পেয়েছিলেন।

আগামী সপ্তাহের ১৯ নভেম্বর পূর্ণিমা। কার্তিক পূর্ণিমার ওইদিনে পালিত হতে চলেছে দেব দীপাবলি। ওইদিনই আবার গুরু নানকের জন্মবার্ষিকী।


সেই শুক্রবার কিন্তু বিশ্ববাসীর জন্যও একটা বিশেষ দিন হতে চলেছে। ওইদিন চন্দ্রগ্রহণ দেখা যাবে। পূর্ণগ্রাস নয়, আংশিক চন্দ্রগ্রহণ। এমনটা তো প্রতিবছরই হয়! তাহলে বিশেষত্বটা কি? বিশেষত্বটা হল এই আংশিক চন্দ্রগ্রহণের সময়।

৫৮০ বছর আগে এত দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ শেষবার দেখা গিয়েছিল পৃথিবী থেকে। তারপর এই ২০২১ সালের ১৯ নভেম্বর দেখা যাবে। এতক্ষণ ধরে চন্দ্রগ্রহণ চলেছিল আজ থেকে ৫৮০ বছর আগে!


এই চন্দ্রগ্রহণ আবার এ বছরের শেষ চন্দ্রগ্রহণও। ১৯ নভেম্বর হতে চলা এই চন্দ্রগ্রহণ শুরু হবে ভারতীয় সময় বেলা ১১টা ৩৪ মিনিটে। আর শেষ হবে বিকেল ৫টা ৩৩ মিনিটে।

যে সময়ের অধিকাংশটাই ভারতে দিনের আলো থাকবে। ফলে চাঁদ দেখা যাবে না। যার ফলে দেখা যাবেনা চন্দ্রগ্রহণ। তবে ভারতের উত্তরপূর্বের ২ রাজ্য অরুণাচল প্রদেশ ও অসম থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে।

কারণ সেখানে হেমন্তের বিকেল হওয়ায় সন্ধে তাড়াতাড়ি নামবে। যার হাত ধরে গ্রহণের শেষ অংশটা কিছু সময়ের জন্য পরিলক্ষিত হবে।

পশ্চিমবঙ্গ থেকে এই গ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা কম। নভেম্বরের মধ্যভাগ পার করায় সন্ধে ৫টার পর নেমে হয়তো যাবে। তাতে রাজ্যের কিছু জায়গা থেকে গ্রহণের একদম শেষ অংশ দেখা গেলেও যেতে পারে। এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব ইউরোপ, আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button